RCB vs PBKS: ব্যাটিং সহায়ক পিচে পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামতে মুখিয়ে ডু প্লেসি, গ্রিনরা
IPL 2024: জয় দিয়ে নিজেদের মরশুম শুরু করেছে পাঞ্জাব কিংস, অপরদিকে সিএসকের বিরুদ্ধ প্রথম ম্যাচেই হেরেছে আরসিবি।
বেঙ্গালুরু: একদিকে আইপিএলে (IPL 2024) নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথম দুই পয়েন্ট ঘরে তুলে নিয়েছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। সেই জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই মাঠে নামবেন শিখর ধবনরা। অপরদিকে, তাঁদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) সিএসকের বিরুদ্ধে হারের পর নিজেদের ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাটিং করতে মুখিয়ে রয়েছেন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি (Faf du Plessis)।
ডুপ্লেসি আরসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'প্রথম ম্যাচটা চেন্নাইয়ে হয়েছিল এবং চেন্নাইয়ের সমর্থনে প্রচুর দর্শক মাঠে উপস্থিত ছিলেন। এখানে ব্যাট করতে মুখিয়ে রয়েছি। ব্যাটিং করার জন্য এটা দারুণ পিচ। আমরা মতে দলের সকলেই নিজের ঘরের মাঠে খেলতে নামার জন্য মুখিয়ে রয়েছে।' দলের তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের চর্চাতেও বেঙ্গালুরুর পিচ। তাঁর মতে চিন্নাস্বামীর পিচ ব্যাটিং সহায়ক তো বটেই, পাশাপাশি আউটফিল্ডেও ভীষণ দ্রুত বল ছোটে।
• First home game of the season 🤩
— Royal Challengers Bengaluru (@RCBTweets) March 25, 2024
• First home game ever as Royal Challengers Bengaluru 😍
It’s Monday, so we better get to work, 12th Man Army 🗣️
Watch it live on @JioCinema 📺#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #RCBvPBKS pic.twitter.com/Fr0AMWdvQy
ক্যামরন গ্রিন বলেন, 'এখানকার পিচটা ব্যাটিংয়ের জন্য একেবারে আদর্শ এবং আউটফিল্ডেও বল খুব দ্রুত যায়। আরসিবি ক্রিকেটার হিসাবে এটাই আমার এই মাঠে প্রথম ম্যাচ হতে চলেছে এবং আমি মাঠে নামার জন্য খুবই উত্তেজিত। মাঠে উপস্থিত সমর্থকরা দলের হয়ে সবসময়ই গলা ফাটান। সেইসবের অপেক্ষায় রয়েছি।'
দলের আরেক তরুণ তুর্কি, অনুজ রাওয়াতের মতে তাঁরা শুরুটা ভালভাবে করতে পারেননি বটে, তবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামতে আরসিবি তৈরি। 'আমরা শুরুটা একটু ছন্নছাড়াভাবে করেছি। কিন্তু তারপর তো দল হিসাবে আমরা খুবই ভালভাবে মিলেমিশে গিয়েছি। পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামার জন্য আমরা সকলে মুখিয়ে রয়েছি।' প্রথম ম্যাচে ব্যাট হাতে ফাফ শুরুটা ভাস করেও অর্ধশতরানের গণ্ডি পার করার আগেই সাজঘরে ফেরেন। দ্বিতীয় ম্যাচে তিনি দলকে জেতাতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: একদিন সিকিউরিটি গার্ড ধাওয়া করেছিল, আজ আইপিএল দলের অধিনায়ক আমি: গিল