DC vs LSG: জয়ই একমাত্র উপায়, রাজধানীতে হাইভোল্টেজ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস
IPL 2024: দুই দলের গত সাক্ষাৎকারে লখনউকে হারিয়েছিল দিল্লি ক্যাপিটালস।
নয়াদিল্লি: আইপিএলের প্লে-অফের দৌড় একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই তিন দল টুর্নামেন্টের প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। আজকের ম্যাচের পর সেই তালিকায় চতুর্থ নাম যুক্ত হবে। আজ রাজধানীতে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। দুই দলের জন্য আজকের ম্যাচে জয়টা শুধু গুরুত্বপূর্ণ নয়, জয়টাই একমাত্র উপায়।
বর্তমানে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি লিগ তালিকায় ষষ্ঠ স্থানে। আজকের ম্যাচ জিতলে তাদের দখলে সর্বাধিক ১৪ পয়েন্ট হবে। তবে বিশাল বড় জয় বাদে এই ম্যাচ জিতেও দিল্লির খুব যে বেশি লাভের লাভ কিছু হবে, তেমনটা নয়। তাদের প্লে-অফে পৌঁছনোর আশা কার্যত নেই বললেই চলে। লখনউয়ের অবশ্য এখনও সেই সুযোগ রয়েছে। নিজেদের পরের দুই ম্যাচ সুপার জায়ান্টসকে জিততেই হবে। দুই ম্যাচ জিতলে তাদের প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনা বজায় থাকবে। তবে সেক্ষেত্রেও সানরাইজার্স হায়দরাবাদ আর চেন্নাই সুপার কিংসের হারের প্রত্যাশায় থাকতে হবে লখনউকে। আর তারা যদি আজকের ম্যাচে পরাজিত হয়, তাহলে কার্যত সব আশা শেষ। কারণ শেষ ম্যাচে জিতলেও লখনউয়ের নেট রান রেট সিএসকে এবং সানরাইজার্সের থেকে এতটাই খারাপ যে কার্যত অস্বাভাবিক কিছু না ঘটলে সেক্ষেত্রে লখনউ বাকি দুই দলকে টপকে যেতে পারবে না।
এই ম্যাচে দুই দলের দুই অধিনায়কের দিকেও কিন্তু নজর থাকবে। গত ম্যাচে নির্বাসনের পর এই ম্যাচে খেলতে নামতে পারবেন ঋষভ পন্থ। তিনি একাদশে ফিরবেন, এমনটা ধরে নেওয়াই যায়। অপরদিকে, উপ্পলে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা এবং কেএল রাহুল সেই বহু চর্চিত কথোপকথনের পর এই ম্যাচেই প্রথমবার মাঠে নামতে চলেছেন। তিনি তর্ক বিতর্কের পর রাহুল কেমন, কী খেলেন সেই দিকে সক্কলের নজর থাকবে। দিল্লির হাইস্কোরিং মাঠে এবারে টুর্নামেন্ট সর্বাধিক ১১.০৬ প্রতি ওভারে রান উঠেছে। কিন্তু লখনউয়ের স্ট্রাইক রেট আবার সবথেকে কম ৮.৩৫। লখনউ বোলাররা ১২ ম্যাচে ৫৭ উইকেট নিয়েছেন মাত্র। তাই হাইস্কোরিং দিল্লিতে রাহুলদের কাছে চ্যালেঞ্জটা যে বেশ কঠিন হতে চলেছে, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: প্লে অফে বাকি ৩ জায়গায় জন্য হাড্ডাহাড্ডি লড়াই ৬ দলের, শেষ হাসি কাদের?