IPL 2024: সারেনি চোট! আইপিএল থেকে ছিটকেই গেলেন দিল্লি ক্যাপিটালস তারকা?
Delhi Capitals: দিল্লি ক্যাপিটালস কোচ রিকি পন্টিং আহত তারকার বাকি মরশুম খেলা নিয়ে একেবারেই তেমন আশাবাদী নন।
নয়াদিল্লি: চলতি আইপিএল (IPL 2024) মরশুমের শুরুটা দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) খুব একটা আহামরিভাবে করতে পারেনি। আট ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জয় পেয়েছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। প্লে-অফে পৌঁছনোর লড়াইটা যে দিল্লির পক্ষে বেশ কঠিনই হবে, তা বলাই বাহুল্য। এরই মাঝে বড় ধাক্কা। দলের অন্যতম বড় ভরসাকে বাকি মরশুমে আর সম্ভবত পাবে না ক্যাপিটালস। তারকা অলরাউন্ডার মিচেল মার্শের (Mitchell Marsh) বাকি টুর্নামেন্টে অংশগ্রহণ ঘিরে প্রবল সংশয়।
মার্শ দিল্লির হয়ে টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে মাঠে নেমেছিলেন। কিন্তু তারপরেই পেশির চোটের কারণে খেলতে পারেননি অস্ট্রেলিয়ান তারকা। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের পর ৭ এপ্রিল দেশে ফিরে যান মার্শ। তিনি যে আর আইপিএলে ফিরবেন না, তা দিল্লির প্রধান কোচ রিকি পন্টিংও (Ricky Ponting) কার্যত নিশ্চিত করে দিয়েছেন। তবে জুন মাস থেকে শুরু হতে চলা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মার্শের অংশগ্রহণ করা নিয়ে তেমন কোনও অসুবিধা নেই।
মার্শের ফিটনেস প্রসঙ্গে পন্টিং বলেন, 'আমার মনে হয় না ও আর ফিরবে। পরিবর্ত খেলোয়াড় নেওয়ার জন্য একটা সময়ের প্রয়োজন। ক্রিকেট অস্ট্রেলিয়া ওর চোট সারানোর প্রক্রিয়া শুরু করার জন্য ওকে দেশে ফেরত চাইছিল। তাই যত দ্রুত সম্ভব আমরা ওকে দেশে পাঠিয়েছি। ওরা বিগত দুই সপ্তাহ ধরে ওর রিহ্যাব প্রক্রিয়ার দেখভাল করছে। ওর সঙ্গে আমার ব্যক্তিগত পর্যায়ে কথাও হয়েছে। যতটা মনে হচ্ছে প্রাথমিকভাবে যা মনে করা হয়েছিল, তার থেকে ওর চোট বেশি গুরুতর। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে কোনও সমস্য়া হবে বলে মনে হয় না।'
মিচেল মার্শের গোটা কেরিয়ার জুড়েই চোট আঘাত ভুগিয়েছে। ২০২২ সালের মেগা নিলামে মার্শকে ৬.৫ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু তিন মরশুমে মার্শ মাত্র ২১ ম্যাচ খেলেছেন দিল্লির হয়ে। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বজয়ী দলের অংশ মার্শ দিল্লির হয়ে মাত্র ২০.৯৫ গড়ে ৪৪০ রান করেছেন। নিয়েছেন ১৭ উইকেট। তবে মার্শের একা হাতে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা সম্পর্কে সকলেই অবগত। তাই তাঁর অনুপস্থিতি যে দিল্লির জন্য বড় ধাক্কা, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: শুক্রবার ইডেনে জ়ারার ডাকে সাড়া দিয়ে আসছেন বীর, অধীর অপেক্ষায় ভক্তরা