IPL 2024 Exclusive: শুক্রবার ইডেনে জ়ারার ডাকে সাড়া দিয়ে আসছেন বীর, অধীর অপেক্ষায় ভক্তরা
Shah Rukh Khan Preity Zinta: শুক্রবার প্রীতির দলের বিরুদ্ধে ম্যাচে কেকেআরের হয়ে গলা ফাটাতে কলকাতায় আসছেন নাইট মালিক শাহরুখ। মাঠে থাকবেন তিনি।
সন্দীপ সরকার, কলকাতা: শুক্রবার অভিনেতা-অভিনেত্রীদের জীবনে এক মহা গুরুত্বপূর্ণ দিন। সেদিন সিনেমা রিলিজ করাটাই দস্তুর। তারকারা বক্স অফিসের দিকে হা পিত্যেশ করে চেয়ে বসে থাকেন। চলবে তো ছবি?
শাহরুখ খান (Shah Rukh Khan), প্রীতি জিন্টারাও (Preity Zinta) যে এরকম কত উৎকণ্ঠার শুক্রবার কাটিয়েছেন! ঠিক ২০ বছর আগের এক শুক্রবারে তো দুজনে একসঙ্গে কৌতূহলী হয়েছিলেন সিনেমার বক্স অফিস কালেকশন জানতে। ২০০৪ সালের ২২ নভেম্বর। বড় পর্দায় এসেছিল তাঁদের কালজয়ী সিনেমা 'বীর-জারা'। বীর প্রতাপ সিংহের সঙ্গে জ়ারা হায়াত খানের রোমাঞ্চকর প্রেমকাহিনী। যে প্রেম সীমান্তের কাঁটাতারেও ক্ষতবিক্ষত হয়নি।
২৬ এপ্রিল অবশ্য শাহরুখ ও প্রীতির জীবনে এক ব্যতিক্রমী শুক্রবার হতে চলেছে। সেদিন দুজনের মনে সিনেমা নিয়ে কোনও উদ্বেগ থাকবে না। কারণ, ইডেন গার্ডেন্সে সেদিন ক্রিকেটীয় দ্বৈরথ কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের (KKR vs PBKS)। কেকেআরের অন্যতম মালিক শাহরুখ। পাঞ্জাবের মালকিন প্রীতি। যে ম্যাচ নিয়ে স্নায়ুর চাপ টের পাবেন শাহরুখ ও প্রীতি। আর সেটা মাঠে বসেই।
শুক্রবার প্রীতির দলের বিরুদ্ধে ম্যাচে কেকেআরের হয়ে গলা ফাটাতে কলকাতায় আসছেন নাইট মালিক শাহরুখ। মাঠে থাকবেন তিনি। ইডেনের বি ব্লকের ভি ভি আই পি বক্সে বসবেন কিংগ খান। পর্দায় তাঁর নায়িকা প্রীতির থাকার কথা এল ব্লকের ভি আই পি বক্সে। মাঠের ক্রিকেটীয় লড়াইয়ের উত্তাপ উপভোগ করার পাশাপাশি বীর-জ়ারা শো দেখার জন্যও তর সইছে না ক্রিকেট ভক্তদের।
কেকেআর শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, ২৬ এপ্রিলের ম্যাচে আসছেন শাহরুখ। তিনি কেকেআর ম্যানেজমেন্টকে জানিয়েও দিয়েছেন সে কথা। এমনিতে এবার কেকেআরের ৭ ম্যাচের মধ্যে পাঁচটিতেই মাঠে ছিলেন বাজিগর। তবে রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে তিনি আসেননি। বিরাট কোহরলিদের বিরুদ্ধে শ্রেয়স আইয়ারদের রুদ্ধশ্বাস জয় মাঠে বসে উপভোগ করতে পারেননি বলিউডের বাদশা।
শোনা গেল, পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি নিজেই নাকি শাহরুখ থাকবেন কি না জানতে চেয়েছিলেন। তখনই প্রিয় বন্ধু ও পর্দার নায়িকাকে মাঠে আসার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন শাহরুখ।
বাংলার ক্রিকেটপ্রেমীরা বীর-জ়ারাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা শুরু করে দিয়েছেন।
আরও পড়ুন: পছন্দের প্রতিপক্ষ RCB-র বিরুদ্ধেই আইপিএলে নতুন ইতিহাস গড়লেন সুনীল নারাইন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।