RCB vs SRH: কাজে দিল না ডু প্লেসি, কার্তিকের দুরন্ত লড়াই, রেকর্ড রান তাড়া করতে নেমে ২৫ রানে হারল আরসিবি
Royal Challengers Bengaluru: আরসিবি এই ম্যাচে আইপিএল ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ রান তুললেও শেষমেশ হেরেই মাঠ ছাড়ল।
বেঙ্গালুরু: রেকর্ড রান তাড়া করতে নেমে দুরন্ত লড়াই করল আরসিবি। তবে শেষরক্ষা হল না। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে (RCB vs SRH) ২৬২ রানে থামল আরসিবির লড়াই। জলে গেল দীনেশ কার্তিক (Dinesh Karthik), ফাফ ডু প্লেসির (Faf du Plessis) লড়াই। রানের ফোয়ারার মাঝেও তিন উইকেট নিয়ে বল হাতে বেশ প্রভাবিত করলেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। নাগাড়ে পাঁচ ম্যাচ হেরে (IPL 2024) লিগ তালিকায় শেষ স্থানেই রইল সানরাইজার্স। চতুর্থ জয় পেল সানরাইজার্স।
রানের পাহাড় চড়ার জন্য শুরুটা দুরন্ত হওয়া একেবারে বাধ্যতামূলক ছিল। সেটা কিন্তু করতে সফল হন দুই আরসিবি ওপেনার ডু প্লেসি ও বিরাট কোহলি। পাওয়ার প্লের ছয় ওভারে বিনা উইকেটে ৭৯ রান তোলে আরসিবি। আপাতত টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক বিরাটকে দুরন্ত ছন্দে দেখাচ্ছিল। কিন্তু লেগ স্পিনের বিরুদ্ধে কোহলির হালকা দুর্বলতা এই ম্যাচে ফের একবার সামনে উঠে এল। ময়ঙ্ক মারকাণ্ডের গুগলিতে ৪২ রানেই বোল্ড হন কোহলি। উইল জ্যাকস মাত্র সাত রানে রান আউট হয়ে বাড়ি ফেরেন। ডু প্লেসিকে ৬২ রানে আউট করেন কামিন্স। দুরন্ত শুরুর পরেও চার ওভারে পাঁচ উইকেট হারিয়ে বিশাল চাপে পড়ে যায় আরসিবি।
End of a proper run-fest in Bengaluru 🙌
— IndianPremierLeague (@IPL) April 15, 2024
Scorecard ▶️ https://t.co/OOJP7G9bLr#TATAIPL | #RCBvSRH pic.twitter.com/fynPqgrZ3h
তব চাপে পড়লেও আরসিবি কিন্তু লড়াই থামায়নি। আরও ভালভাবে বললে দীনেশ কার্তিক লড়াই করেন। মাত্র ২৩ বলে দুরন্ত অর্ধশতরান পূরণ করেন দীনেশ কার্তিক ১৭তম ওভারে দু'শো রানের গণ্ডি পার করে ফেলে আরসিবি। দীনেশ কার্তিকের লড়াই থামে ৮৩ রানে। ৩৫ বলে তাঁর দুরন্ত ইনিংস শেষ থামান টি নটরাজন। অনুজ রাওয়াতও ১৪ বলে অপরাজিত ২৫ রান করেন বটে। আরসিবি আইপিএল ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ রান তুললেও শেষমেশ হেরেই মাঠ ছাড়ল।
এদিন ট্র্যাভিস হেডের ১০২ ও হেনরিখ ক্লাসেনের ৬৭ রানের বিধ্বংসী ইনিংসে ভর করেই আইপিএলের সর্বকালের সর্বোচ্চ ২৮৭ রান তুলেছিল সানরাইজার্স। নিজেদের তিন ম্যাচে আগে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭৭ রান তুলে যে রেকর্ড গড়েছিল সানরাইজার্স, তা কামিন্সরা নিজেরাই ভেঙে ফেলেন। আরসিবির ঘরের মাঠে লড়াই করলেও, শেষ হাসি হাসল কামিন্সের দলই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: নিজেই কুড়োচ্ছেন মাটিতে পড়া KKR-র পতাকা, নেটিজেনদের মন জিতলেন নম্র শাহরুখ খান