এক্সপ্লোর
Advertisement
Chris Gayle Birthday: আইপিএলে সেঞ্চুরি হোক বা ছক্কা, গেলের কীর্তিই সেরা
IPL 2021: মঙ্গলবার ক্রিস গেলের জন্মদিন। ৪২ বছর পূর্ণ করলেন ক্যারিবিয়ান কিংবদন্তি। সকাল থেকেই ভাসলেন শুভেচ্ছাবার্তায়। আইপিএলে এমন কিছু কীর্তি রয়েছে গেলের, যা আর কারও নেই।
দুবাই: তিনি মজার চরিত্র। মাঠের বাইরে দিলদরিয়া। নিজেকেই নিজে ইউনিভার্স বস অ্যাখ্যা দিয়েছেন। মাঠে ব্যাট হাতে অবশ্য অন্য চেহারা। বাইশ গজে তাণ্ডব করেন। মঙ্গলবার সেই ক্রিস গেলের (Chris Gayle) জন্মদিন। ৪২ বছর পূর্ণ করলেন ক্যারিবিয়ান কিংবদন্তি। সকাল থেকেই ভাসলেন শুভেচ্ছাবার্তায়।
আইপিএলে এমন কিছু কীর্তি রয়েছে গেলের, যা আর কারও নেই। কী সেই রেকর্ড? আইপিএলে গেলই একমাত্র ব্যাটসম্যান, যাঁর ছটি সেঞ্চুরি রয়েছে। তাঁর পরে দুই নম্বরে রয়েছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে কোহলির পাঁচটি সেঞ্চুরি রয়েছে।
পাশাপাশি আইপিএলে মোট দুবার ৯৯ রান করে অর্থাৎ সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে আউট হয়েছেন গেল।
গেল ও এ বি ডিভিলিয়ার্সই আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যাটিং গড় (চল্লিশের ওপর) ও স্ট্রাইক রেট (দেড়শোর ওপর) থাকা দুই ব্যাটসম্যান।
আইপিএলে ১১২ ইনিংস খেলে চার হাজার রান সম্পূর্ণ করেছিলেন গেল। যা টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম। বর্তমানে ৪৯৫০ রান রয়েছে তাঁর। ৫ হাজার রান থেকে মাত্র ৫০ রান দূরে দাঁড়িয়ে রয়েছেন।
আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির রয়েছে গেলের। এখনও পর্যন্ত ৩৫৭টি ছক্কা মেরেছেন ক্যারিবিয়ান তারকা। যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।
আইপিএলের ইতিহাসে সেরা ইনিংসটা খেলেছেন গেল। ২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ১৭৫ রান করেছিলেন গেল।
আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রানের মালিক বিরাট কোহলি। আরসিবি-র হয়ে ২০০টি ম্যাচ খেলে তিনি ৬০৮১ রান করেছেন। দ্বিতীয় স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসের শিখর ধবন ১৮৪টি ম্যাচ খেলে ৫৫৭৭ রান করেছেন। ২০১টি ম্যাচ খেলে ৫৪৯৫ রান করে চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না রয়েছেন তৃতীয় স্থানে। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন তালিকার চতুর্থ স্থানে। ২০৭টি ম্যাচ খেলে ৫৪৮০ রান এসেছে তাঁর ব্যাট থেকে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছেন যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এ বি ডিভিলিয়ার্স। ১৪৮টি ম্যাচ খেলে ৫৪৪৭ রান করেছেন ওয়ার্নার। ১৭৭টি ম্যাচ খেলে ৫০৫৬ রান করেছেন ডিভিলিয়ার্স।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement