Ishan Porel IPL Debut: আইপিএলে অভিষেক হচ্ছে চন্দননগরের পেসারের
মঙ্গলবার আইপিএলে পঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ বাংলার জন্য বয়ে আনল সুখবর। আইপিএলে অভিষেক ঘটাতে চলেছেন বাংলার পেসার ঈশান পোড়েল।
দুবাই: মঙ্গলবার আইপিএলে (IPL) পঞ্জাব কিংস (Punjab Kings) বনাম রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ম্যাচ বাংলার জন্য বয়ে আনল সুখবর। আইপিএলে অভিষেক ঘটাতে চলেছেন বাংলার পেসার ঈশান পোড়েল (Ishan Porel)।
মঙ্গলবার আইপিএলের দ্বিতীয় পর্বে প্রথম মাঠে নামছে প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংস। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে রয়েছে পঞ্জাব। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে ছ নম্বরে রয়েছে রাজস্থান। সব মিলিয়ে মঙ্গলবারের ম্যাচ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। যে দল জিতবে, প্লে অফের দৌড়ে টিকে থাকবে। হারলে পয়েন্ট টেবিলের প্রথম চারে থাকা আরও কঠিন হয়ে দাঁড়াবে।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পঞ্জাব কিংস অধিনায়ক কে এল রাহুল। সেই সঙ্গে ঘোষণা করে দিয়েছেন যে, তাঁদের প্রথম একাদশে অভিষেক হতে চলেছে বাংলার ডানহাতি পেসারের।
রাহুল বলেছেন, 'উইকেট বেশ সজীব মনে হচ্ছে। জানি না কেমন আচরণ করবে। আমি ব্যক্তিগতভাবে রান তাড়া করতে পছন্দ করি। দুবাইয়ে ফিরতে পেরে ভাল লাগছে। আগের বার এখানে খেলে অনেক কিছু শিখতে পেরেছিলাম। দলের বেশিরভাগ ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত ছিল আর তাই প্রস্তুতির সমস্যা হবে না।' তবে জন্মদিনে ক্রিস গেলের ঝড় দেখা হচ্ছে না ভক্তদের। রাহুল জানিয়েছেন, গেলকে ছাড়াই মাঠে নামছেন তাঁরা।
টি-টোয়েন্টিতে ঈশানের রেকর্ড বেশ ঈর্ষণীয়। এখনও পর্যন্ত ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন চন্দননগরের পেসার। তাতে নিয়েছেন ২৯টি উইকেট। তাঁর ইকনমি রেটও বেশ আকর্ষণীয়। ওভার প্রতি মাত্র ৬.৪৬ রান খরচ করেছেন। প্রত্যেক ১৪.৬ বল অন্তর উইকেট নিয়েছেন ঈশান।
আইপিএলের আগেই চাপ বেড়েছিল পঞ্জাব কিংস শিবিরে। সংযুক্ত আরব আমিরশাহিতে যাননি দলের অন্যতম তারকা পেসার ঝাই রিচার্ডসন। অজি পেসার ছাড়াও আমিরশাহিতে যাননি আরও এক পেসার রিলি মেরিডিথ। তবে শেষ মুহূর্তে বিকল্প হিসেবে নবাগত তরুণ পেসার নাথান এলিসকে দলে নিয়েছে কিংসরা। এছাড়া রাহুল, গেল, ময়ঙ্করা তো রয়েইছেন তারকা প্লেয়ারদের মধ্যে।