IPL 2025: ৯ বছর পর আইপিএলের ফাইনালে আরসিবি, 'বন্ধু' বিরাটদের জন্য কী বার্তা পাঠালেন এবিডি?
ABD On Virat: দলের সাফল্যে বেজায় খুশি দীর্ঘসময় এই ফ্র্যাঞ্চাইজির অন্য়তম তারকা প্লেয়ার এবি ডিভিলিয়ার্স। বিরাট কোহলির সঙ্গে এবিডির জুটি আরসিবির জার্সিতে একাধিক রেকর্ডের সাক্ষী।

বেঙ্গালুরু: ২০১৬ সালের পর ২০২৫। ৯ বছরের মাথায় ফের আইপিএলের ফাইনালে জায়গা করে নিয়েছে আরসিবি। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন এবার ট্রফি জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। প্রথম কোয়ালিফায়ারে পঞ্জাব কিংসের বিরুদ্ধে আট উইকেটে জয় ছিনিয়ে নিয়ে সরাসরি ফাইনালে জায়গা করে নিয়েছিল আরসিবি। দলের সাফল্যে বেজায় খুশি দীর্ঘসময় এই ফ্র্যাঞ্চাইজির অন্য়তম তারকা প্লেয়ার এবি ডিভিলিয়ার্স। বিরাট কোহলির সঙ্গে এবিডির জুটি আরসিবির জার্সিতে একাধিক রেকর্ডের সাক্ষী। প্রোটিয়া কিংবদন্তি ফাইনালের দিন মাঠেও থাকতে পারেন। তার আগে বিরাটদের বিশেষ বার্তা দিচ্ছেন এবিডি।
আমদাবাদে আগামী ৩ জুন ফাইনালে খেলতে নামবে আরসিবি। এবিডি আগেই জানিয়েছিলেন যে আরসিবি যদি ফাইনালে ওঠে, তবে তিনি ম্য়াচ দেখতে ভারতে আসবেন। বিরাটদের হয়ে গলা ফাটাবেন। সেই কথা মত প্রাক্তন প্রোটিয়া অধিনায়কের আমদাবাদের ফাইনালের দিন স্ট্যান্ডা থাকার কথা। তার আগে এক সাক্ষাৎকারে এবিডি জানিয়েছেন, ''আরসিবি এবার ধারাবাহিকভাবে টুর্নামেন্টের শুরু থেকে ভাল খেলে আসছে। ব্যাটিং, বোলিং সব বিভাগেই বেশ ভারসাম্য় রয়েছে দলটার। তার ফলও মিলেছে প্রতি ম্য়াচে। আমি অত্যন্ত খুশি যে আরসিবি ফাইনালে পৌঁছেছে তাতে। আমি আশা রাখি যে এবারের মরশুমটা যেন আরসিবিরই হয়। আমি নিশ্চিত বিরাটের হাতেই ট্রফি উঠবে এবার।''
দিল্লির জার্সিতে আইপিএলে অভিষেক হলেও আরসিবির জার্সিতেই ২০১১ মরশুম থেকে ২০২১ মরশুম পর্যন্ত খেলেছিলেন এবি ডিভিলিয়ার্স। প্রোটিয়া কিংবদন্তি ক্রিকেটার আইপিএলের বেশিরভাগ সময়টাই বিরাট কোহলির নেতৃত্বে আরসিবিতে খেলেছেন। কোহলির সঙ্গে বন্ধুত্বও গাঢ় এবিডির।
এবি ডিভিলিয়ার্স জানিয়েছিলেন কিছুদিন আগে যে, তিনি আইপিএলে ফাইনালে দেখতে আসবেন। তবে সেক্ষেত্রে একটি শর্ত দিয়েছিলেন প্রোটিয়া তারকা। যদি আরসিবি টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেয়, তবেই ফাইনাল দেখতে ও বিরাটদের সঙ্গে দেখা করতে তিনি আসবেন ভারতে। নিজের ইনস্টাগ্রামে একটি লাইভ সেশনে এবিডি জানিয়েছেন, ''আমার কথাটা মার্ক করে রাখা হোক। যদি আরসিবি আইপিএলের ফাইনালে জায়গা করে নেয়, তবে আমি অবশ্যই স্টেডিয়ামে গিয়ে খেলা দেখব। ছেলেদের জন্য গলা ফাটাব। বিরাট কোহলির সঙ্গে ট্রফি তুলে নেওয়ার থেকে বেশি স্বস্তি আর কিছুতে পাব না আমি। অনেকগুলো বছর এই চেষ্টাটাই করে গিয়েছিলাম আমি।''
এবার আরসিবি ফাইনালে উঠেছে। মুম্বই অথবা পঞ্জাবের মধ্য়ে কোনও একটি দলের বিরুদ্ধে লড়াই ট্রফি জয়ের। এবিডির উপস্থিতিতে সেই লক্ষ্যপূরণ করতে পারবেন কোহলিরা?




















