PBKS vs RCB: যদি বৃষ্টিতে ভেস্তে যায় প্রথম কোয়ালিফায়ার, তবে ফাইনালে কোন দল জায়গা করে নেবে?
IPL 2025: এলিমিনেটরে এই মাঠেই মুখোমুখি হবে গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল আয়োজিত হবে নরেন্দ্র মোদি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২ জুন ও ৪ জুন।

চণ্ডীগড়: এবারের আইপিএলে বারবার বাধ সেধেছে বৃষ্টি। ভারত-পাকিস্তান যুদ্ধকালিন পরিস্থিতির জন্যও বেশ কিছুদিন টুর্নামেন্ট বন্ধ ছিল। কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টি তাল কেটেছে টুর্নামেন্টে বিভিন্ন ম্য়াচে। পঞ্জাব কিংস ও কেকেআর ম্য়াচ ভেস্তে গিয়েছিল ইডেনে। আবার বেঙ্গালুরুতে কেকেআর বনাম আরসিবি ম্য়াচও ভেস্তে গিয়েছিল। আজ প্রথম কোয়ালিফায়ার ম্য়াচে ফের একবার পঞ্জাব বনাম আরসিবি দ্বৈরথ। চণ্ডীগড়ের মুলানপুরে আজ দুটো দল ফাইনালে ওঠার লড়াইয়ে খেলতে নামবে। এলিমিনেটরে এই মাঠেই মুখোমুখি হবে গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল আয়োজিত হবে নরেন্দ্র মোদি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২ জুন ও ৪ জুন।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্লে অফের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি দুই দলের মধ্যে যারা জিতবে তারা সরাসরি ফাইনালে চলে যাবে। কিন্তু যারা হেরে যাবে তাদের জন্যও আরও একটি সুযোগ থাকছে। দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার। অন্যদিকে এলিমিনেটরে যে দুটো দল মুখোমুখি হবে তাঁদের মধ্য়ে যারা জিতবে তাঁদের ফাইনালে উঠতে হলে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হবে। আর হেরে যাওয়া দল পুরোপুরি ছিটকে যাবে।
আজ বৃষ্টি হলে কী হবে?
আজ প্রথম কোয়ালিফাইনালে পঞ্জাব বনাম মুম্বই ম্য়াচ যদি বৃষ্টিতে ভেস্তে যায়। সেক্ষেত্রে টুর্নামেন্টে নিময় অনুযায়ী লিগের প্রথম স্থানে থেকে শেষ করার জন্য সরাসরি ফাইনালে চলে যাবে পঞ্জাব কিংস। দ্বিতীয় দলটি তখন দ্বিতীয় কােয়ালিফায়ারে খেলবে।
প্লে অফের জন্য আলাদা করে কোনও অতিরিক্ত দিন নেই। তবে অতিরিক্ত সময় দু ঘণ্টা রাখা হয়েছে। যদি তারপরও খেলার ফল নির্ধারিত না করা যায়, সেক্ষেত্রে লিগের ফলের ওপর নির্ভর করেই সব হবে।
এর আগে পঞ্জাব কিংস যখন কিংস ইলেভেন পঞ্জাব নামে পরিচিতি ছিল, তখন ২০১৪ সালে ফাইনালে খেলেছিল আইপিএলের। সেবার গৌতম গম্ভীরের কেকেআরের বিরুদ্ধেই হেরে যেতে হয়েছিল তাঁদের। ঋদ্ধিমান সাহার অপরাজিত সেঞ্চুরিও ম্লান হয়ে গিয়েছিল মণীশ পাণ্ডের দুরন্ত ইনিংসের সৌজন্য। অন্য়দিকে ২০০৯, ২০১১ ও ২০১৬ তিনবার ফাইনাল খেলেছে। শেষবার ২০১৬ সালে বিরাট কোহলিও দুর্দান্ত ফর্মে ছিলেন। সেবার ৯৭৩ রান এক মরশুমে নিজের নামের পাশে যোগ করেছিলেন কোহলি। তবুও আরসিবিকে চ্যাম্পিয়ন করতে পারেননি। এবারও দারুণ ফর্মে রয়েছেন। শেষ ম্য়াচেও অর্ধশতরান হাঁকিয়েছেন। এবার কি আরসিবিকে চ্যাম্পিয়ন করতে পারবেন কিং কোহলি?




















