Mayank Yadav: সম্পূর্ণ ফিট ময়ঙ্ক, যোগ দিচ্ছে লখনউ শিবিরে, কবে থেকে মাঠে নামছেন স্পিডস্টার?
IPL 2025: গত মরশুমে মাত্র চারটি ম্য়াচ খেলেছিলেন লখনউ সুপারজায়ান্টসের জার্সিতে। কিন্তু ময়ঙ্ককে ১১ কোটি টাকা দিয়ে এবার নিলামের আগে রিটেন করেছিল লখনউ শিবির।

লখনউ: অভিষেকেই তাক লাগিয়ে দিয়েছিলেন। ধারাবাহিক দেড়শো কিলোমিটারের বেশি গতিতে বল। তাঁর পেসের সামনে বিরাট কোহলি, গ্লেন ম্য়াক্সওয়েলের মত তারকাদেরও নাস্তানাবুদ হতে হয়েছিল। এতটাই প্রভাব ফেলেছিলেন যে জাতীয় দলেও ডাক চলে আসে দ্রুত। কিন্তু গত এক বছর একেবারেই ভাল যায়নি ময়ঙ্ক যাদবের। বারবার চোট আঘাতে জর্জরিত হতে হয়েছে তরুণ পেসারকে। চলতি আইপিএলেও লখনউ সুপারজায়ান্টস দল তাঁকে রিটেন করলেও শুরু থেকে দলের সঙ্গে থাকতে পারেননি চোটের জন্য। তবে এবার শোনা যাচ্ছে যে পুরো ফিট হয়ে উঠেছেন ময়ঙ্ক যাদব। আগামী ১৫ এপ্রিল, মঙ্গলবারই হয়ত দলের সঙ্গে যোগ দিতে পারেন ময়ঙ্ক।
গত মরশুমে মাত্র চারটি ম্য়াচ খেলেছিলেন লখনউ সুপারজায়ান্টসের জার্সিতে। কিন্তু ময়ঙ্ককে ১১ কোটি টাকা দিয়ে এবার নিলামের আগে রিটেন করেছিল লখনউ শিবির। সূত্রের খবর, বিসিসিআইয়ের সবুজ সংকেত মিলেছে। তিনি নাকি পুরো ফিট হয়ে উঠেছেন। তবে লখনউ শিবিরে যোগ দিলেও এই শিবিরের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে আপাতত থাকবেন ময়ঙ্ক।
এর আগে টু্রনামেন্টের শুরুতে মহসিন খান ছিটকে গিয়েছিলেন। যিনি লখনউ সুপারজায়ান্টস দলের সদস্য ছিলেন। তাঁর পরিবর্তে অবশেষে শার্দুল ঠাকুরকে দলে নিয়েছি লখনউ শিবির। কারণ শার্দুল প্রথমে নিলামে আনসোল্ড ছিলেন। তবে ময়হ্ক যাদবের পরিবর্ত হিসেবে কাউকে নেওয়া হয়নি। তরুণ পেসার সুস্থ হয়ে উঠবেন আইপিএলের মাঝেই, এমনটাই খবর ছিল। এখন শুধু দেখার পন্থের দলের জার্সিতে কবে মাঠে নামেন ময়ঙ্ক।
View this post on Instagram
আজ নিজেদের ঘরের মাঠে লখনউ সুপারাজায়ান্টস মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের। ধোনির নেতৃত্বেই আইপিএলে নিজেদের বাকি ম্য়াচগুলো খেলতে নামবে সিএসকে। কিন্তু এই মুহূর্তে টুর্নামেন্টে একেবারেই ভাল জায়গায় নেই পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দলটি। ৬ ম্য়াচ খেলে মাত্র ১টি ম্য়াচে জয়। ধোনির নেতৃত্বে কেকেআরের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠেও নাস্তানাবুদ হতে হয়েছে। আজ ফের মাঠে নামছে সিএসকে। এবার সামনে ঋষভ পন্থের লখনউ সুপারজায়ান্টস। অর্থাৎ গুরু-শিষ্যের লড়াই ২২ গজে।
আরও পড়ুন: জয়ের সরণিতে ফিরতে পারবে চেন্নাই? ঘরের মাঠে আজ সামনে পন্থের লখন, কখন, কোথায় দেখবেন খেলা?




















