LSG vs CSK: জয়ের সরণিতে ফিরতে পারবে চেন্নাই? ঘরের মাঠে আজ সামনে পন্থের লখন, কখন, কোথায় দেখবেন খেলা?
IPL 2025: কেকেআরের বিরুদ্ধে ব্যাটিং বিভাগ একেবারেই পারফর্ম করতে পারেনি সিএসকের। ১২০ বলের ইনিংসে ৬১ বল ডট খেয়েছে গোটা দল। যার ফল কোনওমতে একশোর গণ্ডি পেরিয়েছিল দল।

লখনউ: ২০২৩ সালের পর ফের অধিনায়ক হিসেবে আইপিএলে চেন্নাইয়ের গত ম্য়াচে খেলেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। রুতুরাজ গায়কোয়াড চোটের জন্য ছিটকে যাওয়ার পর এবার ধোনির নেতৃত্বেই আইপিএলে নিজেদের বাকি ম্য়াচগুলো খেলতে নামবে সিএসকে। কিন্তু এই মুহূর্তে টুর্নামেন্টে একেবারেই ভাল জায়গায় নেই পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দলটি। ৬ ম্য়াচ খেলে মাত্র ১টি ম্য়াচে জয়। ধোনির নেতৃত্বে কেকেআরের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠেও নাস্তানাবুদ হতে হয়েছে। আজ ফের মাঠে নামছে সিএসকে। এবার সামনে ঋষভ পন্থের লখনউ সুপারজায়ান্টস। অর্থাৎ গুরু-শিষ্যের লড়াই ২২ গজে।
কেকেআরের বিরুদ্ধে ব্যাটিং বিভাগ একেবারেই পারফর্ম করতে পারেনি সিএসকের। ১২০ বলের ইনিংসে ৬১ বল ডট খেয়েছে গোটা দল। যার ফল কোনওমতে একশোর গণ্ডি পেরিয়েছিল দল। রান তাড়া করতে নেমে যা হেসেখেলে জিতে যায় কেকেআর। আর লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ম্য়াচে সিএসকের ব্যাটিং ডিপার্টমেন্টই ফ্লেমিং ও টিম ম্য়ানেজমেন্টের মাথাব্যথার অন্য়তম কারণ হয়ে দাঁড়াবে নিঃসন্দেহে।
আজ আইপিএলে কোন দুটো দল মুখোমুখি হবে?
আইপিএলে আজ লখনউ সুপারজায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংসের লড়াই
কোথায় খেলা হবে লখনউ বনাম সিএসকে দ্বৈরথ?
লখনউয়ের ঘরের মাঠ একানা স্টেডিয়ামে লখনউ ও চেন্নাইয়ের মহারণটি হবে
কখন শুরু হবে লখনউ বনাম সিএসকে লড়াই?
আজ, ১৪ এপ্রিল, সোমবার খেলা শুরু হবে সন্ধে ৭.৩০ টায়, টস হবে তার ৩০ মিনিট আগে
কোথায় দেখবেন লখনউ বনাম সিএসকে ম্যাচ?
আইপিএলে লখনউ বনাম সিএসকে ম্যাচটি দেখতে পাওয়া যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে লখনউ বনাম সিএসকে ম্যাচ।
টানা তিন ম্যাচ জিতে চনমনে লখনউ সুপার জায়ান্টস শিবির। সেখানে আইপিএলের ইতিহাসে এই প্রথম টানা পাঁচ ম্যাচ হেরে নামছে চেন্নাই সুপার কিংস। ধোনি অধিনায়ক হয়ে ফেরার পরেও ভাগ্য ফেরেনি। দুই রাত আগেই কলকাতা নাইট রাইডার্সের কাছে নিজেদের ডেরায় ৫৯ বল বাকি থাকতে ম্যাচ হারতে হয়েছে সিএসকে-কে।
লখনও চলতি আইপিএলে পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হাঁটছে। তরুণ দিগ্বেশ সিংহ রাঠিকে খেলিয়ে হইচই ফেলে দিয়েছে লখনউ। শুধু নোটবুক সেলিব্রেশনের জন্যই নয়, রাঠি নিজের বোলিং, বিশেষ করে ক্যারম বল দিয়েও নজর কেড়ে নিয়েছেন। অন্যদিকে চেন্নাই কৌশলের দিক থেকে পুরনোপন্থী। নতুন কোনও পরীক্ষা নিরীক্ষা করতে দেখা যাচ্ছে না ধোনিদের দলকে।
আরও পড়ুন: মাত্র ২৪ বছর বয়সেই মৃত্যু খেলোয়াড়ের! তদন্তে পুলিশ, কারণ নিয়ে ধোঁয়াশা




















