MI vs RCB Live: ক্রুণালের ৪ শিকার, হার্দিক-তিলকের মরিয়া লড়াই বিফলে, ১২ রানে জয় আরসিবির
IPL 2025 Live: আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেদের ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্স খেলতে নামবে আরসিবির বিরুদ্ধে।

Background
মুম্বই: আজ আইপিএলে হাইভোল্টেজ মহারণ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মুম্বই তাঁদের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামবে। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই মুহূর্তে তিন নম্বরে রয়েছে আরসিবি। অন্যদিকে আট নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রজত পাতিদারের নেতৃত্বাধীন দল ৩টি ম্য়াচ খেলে ২টো ম্য়াচ জিতেছে। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে ৪টি ম্য়াচ খেলে এখনও পর্যন্ত ১টি ম্য়াচে জয় ছিনিয়ে নিতে পেরেছে।
এখনও পর্যন্ত দুটো দলের মুখোমুখি মহারণে এগিয়ে কিন্তু মুম্বইই। তারা আরসিবির বিরুদ্ধে ১৯ বার জয় ছিনিয়ে নিয়েছে। অন্য়দিকে বিরাট কোহলির দল এখনও পর্যন্ত রোহিত শর্মার দলের বিরুদ্ধে ১৪ বার শেষ হাসি হাসতে পেরেছে। কিন্তু ২০২২ সাল থেকে দুটো দল একে অপরকে সমানভাবে টেক্কা দিচ্ছে। ফল ২-২। ওয়াংখেড়েতে ঘরের মাঠে অবশ্য মুম্বই অনেকটাই এগিয়ে আরসিবির তুলনায়। এখনও পর্যন্ত মোট ৮ বার ওয়াংখেড়েতে জয় ছিনিয়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ৩ বার জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা ছয়টি ম্য়াচ এই মাঠে হেরেছে আরসিবি।
MI vs RCB Live Score: হার মুম্বইয়ের
মুম্বই ইন্ডিয়ান্সের আরও একটা হার। আরসিবির বিরুদ্ধে হেরে গেল হার্দিক পাণ্ড্যর দল। কাজে এল না হার্দিক, তিলকের ঝোড়ো ইনিংস।
MI vs RCB Live: মুম্বইয়ের তৃতীয় উইকেটের পতন
মুম্বইয়ের তৃতীয় উইকেটের পতন। ক্রুণাল পাণ্ড্যর বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে ২২ রান করে ফিরলেন উইল জ্যাকস। মুম্বইয়ের এখনও জয়ের জন্য প্রয়োজন ৫৭ বলে ১৩৬ রান।




















