PBKS vs RR: নেতৃত্বে ফিরছেন স্যামসন, শক্তিশালী শ্রেয়সের পাঞ্জাবকে আটকাতে পারবে রাজস্থান?
IPL 2025: অন্য়দিকে রাজস্থান রয়্যালস শিবিরে জোফ্রা আর্চারের আগের ম্য়াচে ফর্মে ফেরা দলের আত্মবিশ্বাস বাড়াবে। বোলিং বিভাগে তুষার দেশপাণ্ডে, মাহিস থিকসানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার মত বোলার রয়েছেন।

চণ্ডীগড়: রিয়ান পরাগের নেতৃত্বে এবারের আইপিএলে নিজেদের অভিযান শুরু করেছিল রাজস্থান রয়্যালস। শেষ ম্য়াচে সিএসকের বিরুদ্ধে জয় ছাড়া আর সাফল্য নেই। প্রথম তিন ম্য়াচে দুটো হার। প্রথমে হায়দরাবাদ ও পরে কেকেআর। পয়েন্ট টেবিলে নয় নম্বর স্থানে থেকে আজ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামছে রাজস্থান শিবির। তবে ম্য়াচে নামার আগে একটা সুখবর রাজস্থান শিবিরের জন্য। ফিরছেন সঞ্জু স্য়ামসন। আগের তিনটি ম্য়াচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছিলেন। শুধু ব্যাট করতে নামতেন। কিন্তু দলকে কোনও গুরুত্বপূর্ণ টিপস মাঠে থেকে দিতে পারতেন না। সেক্ষেত্রে অনভিজ্ঞ রিয়ানের জন্য কিছুটা কাজ চ্যালেঞ্জিংই হচ্ছিল। তবে স্যামসন ফিরছেন অধিনায়ক হিসেবেই। পাঞ্জাব অবশ্য পরপর ২ দুটো ম্য়াচ জিতে এই মুহূরেতে দুর্দান্ত ফর্মে রয়েছে।
চণ্ডীগড়ে নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে পাঞ্জাব কিংস। দলের ব্যাটিং বিভাগের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট শ্রেয়স আইয়ারের ফর্ম। কেকেআরকে অধিনায়ক হিসেবে আইপিএলে চ্যাম্পিয়ন করেছিলেন গত মরশুমে। এবার কেকেআর ছেড়ে দেওয়ার পর পাঞ্জাব নিলাম থেকে দলে নেয়। প্রথম দুটো ম্য়াচেই দলকে জিতিয়েছেন। এমনকী ব্যাট হাতেও দারুণ পারফর্ম করছেন। মিডল অর্ডারে শশাঙ্ক সিংহও বিধ্বংসী ব্যাটিং করছেন। এখনও যদিও গ্লেন ম্য়াক্সওয়েল ও মার্কাস স্টোইনিসের ব্যাট সেভাবে চলেনি।
অন্য়দিকে রাজস্থান রয়্যালস শিবিরে জোফ্রা আর্চারের আগের ম্য়াচে ফর্মে ফেরা দলের আত্মবিশ্বাস বাড়াবে। বোলিং বিভাগে তুষার দেশপাণ্ডে, মাহিস থিকসানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার মত বোলার রয়েছেন। এই পরিস্থিতিতে পাঞ্জাবের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে শুরুতেই যদি বেগ দেওয়া যায়, তবে রাজস্থান শিবির কিন্তু ম্য়াচের রাশ নিজেদের দিকে টেনে আনতে পারবেন।
এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের মধ্যে মুখোমুখি মহারণে এগিয়ে কিন্তু রাজস্থান রয়্যালসই। অর্থাৎ আজ ঘরের মাঠ পাঞ্জাবের হলেও ইতিহাস কিন্তু রাজস্থানের পক্ষেই কথা বলছে। এখনও পর্যন্ত ২৮টি মহারণের মধ্যে ১৬ বার জিতেছে রাজস্থান রয়্যালস। ১২বার জিতেছে পাঞ্জাব কিংস। এরমধ্যে ২০২০ সাল থেকে ৯টি ম্যাচের মধ্যে ৬টি ম্য়াচে রাজস্থানই জয় ছিনিয়ে নিয়েছে।
View this post on Instagram




















