RCB vs PBKS: প্রাক্তন নাইটই এখন আরসিবির তুরুপের তাস, সল্টের ব্যাটিংয়ে মজেছেন পাতিদার
Rajat Patidar On Phil Salt: পঞ্জাব ম্য়াচেও অর্ধশতরান হাঁকিয়ে ম্য়াচ জিতিয়ে মাঠ ছেড়েছেন সল্ট। ২৬ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন ইংল্যান্ড তারকা।

চণ্ডীগড়: পঞ্জাব কিংসকে হারিয়ে ২০১৬ সালের পর ফের একবার আইপিএলের ফাইনালে জায়গা করে নিয়েছে আরসিবি। এই নিয়ে চতুর্থবার। ২০০৯, ২০১১ সালের পর ২০১৬ সালে ফাইনালে উঠেও শিরোপা ভাগ্য জোটেনি। এবার কি হবে? আর মাত্র একটা ম্য়াচ জিততে হবে আরসিবিকে। তবে এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাফল্যের পেছনে রয়েছে অনেকগুলো সঠিক সিদ্ধান্ত নিলামের টেবিলে যা নেওয়া হয়েছিল। তার মধ্য়ে উল্লেখযোগ্য বোধহয় ফিল সল্টের অন্তর্ভূক্তি। আরসিবিতে যোগ দেওয়ার পর থেকে বিরাটের সঙ্গে ওপেনে নামছেন। দুজনের মেলবন্ধনও দারুণ জমেছে। এমনকী গতকাল পঞ্জাব ম্য়াচেও অর্ধশতরান হাঁকিয়ে ম্য়াচ জিতিয়ে মাঠ ছেড়েছেন সল্ট। ২৬ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন ইংল্যান্ড তারকা। ম্য়াচের পর সল্টের প্রশংসায় পঞ্চমুখ আরসিবি অধিনায়ক রজত পাতিদার।
গত মরশুমে কেকেআরের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ওপেনিংয়ে নেমে। নারাইনের সঙ্গে জুটি বেঁধে প্রায় সব ম্য়াচেই লম্বা পার্টনারশিপ গড়েছিলেন। যদিও এই মরশুমের আগে আচমকাই সল্টকে ছেড়ে দেয় নাইট ম্য়ানেজমেন্ট। আর নিলামের টেবিল থেকে ১১.৫০ কোটি টাকা দিয়ে সল্টকে দলে নিয়ে নেয় আরসিবি। রজত বলছেন, ''সল্টের ব্যাটিং নিয়ে বলার কিছু নেই আলাদা করে। আমি ওর বড় ভক্ত। ডাগ আউটে বসে ওর ব্যাটিং দেখাটা রীতিমত চোখের শান্তি বলা যায়।" সল্ট তাঁর ইনিংসে ছয়টি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকিয়েছেন।
সুয়াশ শর্মার প্রশংসা শোনা যায় পাতিদারের মুখে। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন আরসিবি অধিনায়ক। ম্য়াচের পর বলছেন, ''আমাদের প্ল্যান সোজা ছিল যে পেসাররা যেন পিচের সুবিধে নিতে পারে। এছাড়া সুয়াশের অনেক বল মাঝে মাঝে খেলা সত্যিই খুব কঠিন হয়ে যায়। ওকে একাদশে খেলানো নিয়ে আমাদের মধ্য়ে কোনও অনিশ্চয়তা ছিল না।''
ম্য়াচে প্রথমে ব্যাটিং করতে নেমে পঞ্জাব কিংস ১৪.১ ওভারে মাত্র ১০১ রানে অল আউট হয়ে গিয়েছিল। সুয়াশ শর্মা ও জস হ্যাজেলউড দুজনেই তিনটি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে ১৪.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় আরসিবি।
আগামী ৩ জুন কোয়ালিফায়ার টু-তে যারা জিতবে তাদের বিরুদ্ধে ফাইনালের লড়াইয়ে খেলতে নামবে আরসিবি। পঞ্জাব আরও একটা ম্য়াচ সুযোগ পাচ্ছে ফাইনালে পৌঁছানোর জন্য। সেক্ষেত্রে তাঁদের মুম্বই বনাম গুজরাত ম্য়াচের জয়ী দলের বিরুদ্ধে নামতে হবে।




















