IPL 2021: সরলেন কোচ, আইপিএল শুরু হওয়ার আগে বড়সড় রদবদল কোহলির আরসিবি-তে
দলে বেশ কিছু পরিবর্তন করেছে আরসিবি।
বেঙ্গালুরু: আইপিএলের অর্ধসমাপ্ত অংশ শুরু হতে আর এক মাসও বাকি নেই। এর মধ্য়ে বড়সড় রদবদল ঘটে গেল বিরাট কোহলিদের সংসারে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন সাইমন কাটিচ। একসময় কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং কোচ হিসাবে কাজ করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা। কেকেআর ছেড়ে পরে আরসিবির প্রধান কোচ হন।
কেন সরে দাঁড়ালেন কাটিচ? তিনি নিজে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। তাঁর পরিবর্তে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে মাইক হেসনকে। যিনি কাটিচের সহকারী ছিলেন।
এছাড়া আরও বেশ কিছু পরিবর্তন করেছে আরসিবি। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার পরিবর্ত হিসাবে নেওয়া হয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। পাশাপাশি দলে যোগ দিয়েছেন দুষ্মন্ত চামিরা, টিম ডেভিড। করোনা পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত আইপিএলের দ্বিতীয় পর্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন ফিন অ্যালেন ও ড্যানিয়েল স্যামস। তাঁদেরই পরিবর্তে দুই ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে। পাশাপাশি দলের পেস বোলিং বিভাগের অন্যতম ভরসা কেন রিচার্ডসন আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন।
শ্রীলঙ্কার ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নেওয়ার জল্পনা ছিলই। ভারতের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের সুবাদেই অ্যাডাম জাম্পার পরিবর্তে তাঁকে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। করোনার জেরে আইপিএলের দ্বিতীয় ভাগে অনেক ক্রিকেটারই অংশগ্রহণ করবেন না। অ্যাডাম জাম্পা প্রথম ভাগ চলাকালীনই দেশে ফিরে গিয়েছিলেন। তিনি যে আইপিএলের দ্বিতীয় ভাগে খেলবেন না, তা একপ্রকার নিশ্চিতই ছিল।
সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ভারতের বিরুদ্ধে ওভার প্রতি মাত্র ৫.৫৮ রান করে খরচ করেছিলেন হাসারাঙ্গা। সেই সঙ্গে তিন ম্যাচে সাত উইকেট নিয়েছিলেন তিনি। সিরিজের পরেই শ্রীলঙ্কান অলরাউন্ডার জানিয়ে ছিলেন একাধিক আইপিএল ফ্রাঞ্চাইজির থেকে বড় অঙ্কের প্রস্তাব পেয়েছেন তিনি। তখন থেকেই আরসিবি শিবিরে তাঁর যোগ দেওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত কোহলির দলেই যোগ দিলেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসি ক্রমপর্যায়ে যিনি বিশ্বের দু'নম্বর বোলার।