(Source: ECI/ABP News/ABP Majha)
Wriddhiman Saha Corona Positive: জ্বর নিয়েই প্র্যাক্টিস করেছিলেন, করোনা আক্রান্ত ঋদ্ধিমান এখন নিভৃতবাসে
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে উথালপাতাল ভারত। যে কারণে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল। ক্রিকেটার ও সমস্ত সাপোর্ট স্টাফদের বাড়ি পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
নয়াদিল্লি: প্র্যাক্টিসের সময়ই জ্বর এসেছিল। ঋদ্ধিমান সাহা ভেবেছিলেন হিট স্ট্রোক। শনিবার করোনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ আসে। পরে রবি ও সোমবার ফের পরীক্ষা করান। তাতেই করোনা পজিটিভ হয়েছেন বাংলার উইকেটকিপার-ব্যাটসম্য়ান।
ঋদ্ধির শরীরে করোনার উপসর্গ দেখতে পাওয়া গিয়েছে। গত ১ মে বিকেলে আয়োজিত সানরাইজ়ার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালস ম্যাচের আগে থেকেই তাঁর জ্বর এসেছে। সানরাইজ়ার্স দলের সঙ্গে ১ মে ঋদ্ধিমান অনুশীলনও করেছিলেন। অনুশীলন চলাকালীন ঋদ্ধি মনে করেছিলেন যে, তাঁর বোধহয় হিট স্ট্রোক হয়েছে। ওই একই দিনে তিনি কোভিড-১৯ পরীক্ষাও করান। যদিও সেই টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল। পরে রবিবার এবং সোমবার তাঁর আরও দুটো পরীক্ষা করানো হয় তাঁর। মনে করা হচ্ছে তৃতীয় রাউন্ডের পরীক্ষাতে তাঁর কোভিড পজ়িটিভ আসে। ইতিমধ্যেই হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজ়ি ঋদ্ধিকে আইসোলেশনে রেখেছে।
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে উথালপাতাল ভারত। যে কারণে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল। ক্রিকেটার ও সমস্ত সাপোর্ট স্টাফদের বাড়ি পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বোর্ড থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, 'আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যরা ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সদস্যরা জরুরিভিত্তিক বৈঠক করে। তাতেই সর্বসম্মতিক্রমে চলতি আইপিএল এখনই স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'