IPL 2021, SRH vs RR: ঋদ্ধি-উইলিয়ামসনদের আজ মরণবাঁচন লড়াই, কখন-কোথায় দেখবেন ম্যাচ?
IPL 2021, Sunrisers Hyderabad vs Rajasthan Royals: সোমবার আইপিএল ২০২১ -এর একমাত্র ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ।
দুবাই: এক দল কার্যত প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে। আর এক দলের সামনে সুযোগ তুলনামূলকভাবে বেশি হলেও সামান্য ভুল ডেকে আনতে পারে বিপদ। শেষ হয়ে যেতে পারে প্লে অফের স্বপ্ন।
এমনই মরণবাঁচন পরিস্থিতিতে আজ, সোমবার আইপিএলে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস।
সোমবার আইপিএল ২০২১ -এর একমাত্র ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। ৯টি ম্যাচ খেলে ৮টিতেই হেরে গিয়েছে হায়দরাবাদ। জয় মাত্র এক ম্য়াচে। ২ পয়েন্ট নিয়ে টেবিলে সকলের নীচে কেন উইলিয়ামসনরা। সোমবার হারলে সানরাইজার্স হায়দরাবাদের প্লে অফের দৌড় সম্পূর্ণ শেষ হয়ে যাবে। প্লে অফে যাওয়ার সামান্যতম আশা বাঁচিয়ে রাখতে হলে বাকি ৫ ম্যাচের সবকটি জিততেই হবে তাঁদের। তাহলে ১৪ ম্যাচের শেষে ঋদ্ধিমান সাহাদের পয়েন্ট দাঁড়াবে ১২। আইপিএলে প্লে অফে ওঠার জন্য কাট অফ মার্ক ধরা হয় ১৪ পয়েন্টকে। ১২ পয়েন্ট পেলে তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলগুলির ফলাফলের দিকে।
তবে রাজস্থান রয়্যালসের জন্য প্লে অফের আশা এখনও টিকে আছে। কিন্তু তার জন্য সোমবার জিততে হবে সঞ্জু স্যামসনদের। রাজস্থান রয়্যালসের কয়েকজন ব্যাটসম্যান ছন্দে রয়েছেন। কিন্তু দল হিসাবে পারফর্ম করতে পারছে না। পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস, আর সানরাইজার্স হায়দরাবাদ দল আট নম্বরে। রাজস্থান রয়্যালসের বর্তমানে রয়েছে মোট আট পয়েন্ট। আট পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে ৪টি দল। কলকাতা নাইট রাইডার্স, পঞ্জাব কিংস, রাজস্থান ও মুম্বই ইন্ডিয়ান্স। এর মধ্যে কোন দল প্লে অফে যাবে, তা এখনই বলা মুশকিল।
সানরাইজার্স হায়দরাবাদ এখনও পর্যন্ত মাত্র একটিই মাত্র ম্যাচ জিতেছে। পয়েন্ট টেবিলের হিসেব নিকেশ কি বদলে দিতে পারবেন হায়দরাবাদের যোদ্ধারা?
আজ মুখোমুখি: সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস
কোথায় খেলা: দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, দুবাই
কখন শুরু: ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০
কোথায় দেখবেন: ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস এইচডি ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি চ্যানেল ও হটস্টারে