(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2021 Standings: শনিবাসরীয় লড়াই শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে চেন্নাই, জিতে প্লে অফের দৌড়ে রাজস্থানও
IPL 2021 Standings: শনিবার প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে এদিন মুম্বইকে হারিয়ে দেয় ঋষভ পন্থের দল। দ্বিতীয় ম্যাচে চেন্নাইকে হারিয়ে দেয় রাজস্থান।
আবু ধাবি: শনিবার আইপিএলের ২২ গজে ছিল জোড়া লড়াই। আর সেই লড়াই শেষে পয়েন্ট টেবিলে প্লে অফে ওঠার লড়াই আরও জমে গেল। শীর্ষস্থান বজায় রাখল চেন্নাই সুপার কিংস। পয়েন্ট টেবিলে উন্নতি করল রাজস্থান রয়্যালস। ফলে সানরাইজার্স হায়দরাবাদ বাদে প্রথম ৭টি দলই প্লে অফে ওঠার দৌড়ে রইল।
প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে এদিন মুম্বইকে হারিয়ে দেয় ঋষভ পন্থের দল। প্রথমে ব্যাট করে ১২৯ রান বোর্ডে তুলেছিল রোহিত বাহিনী। দুরন্ত বল করেছিলেন আবেশ খান ও অক্ষর পটেল। মাত্র ১৩০ রানের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু সেই রান তাড়া করতে নেমেই নাকানিচোবানি খাচ্ছিল দিল্লির ব্যাটাররা। পৃথ্বী শ, শিখর ধবন, স্টিভ স্মিথ কেউই রান পেলেন না। এরপর পন্থ ও শ্রেয়স মিলে পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন। তবে দিল্লি অধিনায়ক ২৬ রানে ফেরার পর আবার চাপ বাড়ে দিল্লির। অক্ষর পটেলও মাত্র ৯ রান করেন। একটা সময় ৯৩ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল দিল্লি। সেখানে থেকেই রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে জুটি বেঁধে ধীরে ধীরে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন শ্রেয়স। ২টো বাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ৩৩ রানের সময়োপযোগী ইনিংস খেলেন। অশ্বিনও ২১ বলে ২০ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতেই ম্যাচে জয় ছিনিয়ে নেয় দিল্লি ক্যাপিটালস।
প্রথম ম্যাচ লো স্কোরিং হলেও দ্বিতীয় ম্যাচে ছিল রানের ফুলঝুরি। ২ ইনিংস মিলিয়ে বোর্ডে উঠল ৩৭৯ রান। মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে বোর্ডে ঋতুরাজ গায়কোয়াডের দুরন্ত অপরাজিত শতরানের ওপর নির্ভর করে ১৮৯ রান বোর্ডে তুলেছিল সিএসকে। কিন্তু সেই রান তাড়া করে জয় ছিনিয়ে নিল রাজস্থান রয়্যালস। যশস্বী জয়সবাল, শিভম দুবের দুরন্ত ইনিংস ম্যাচে জয়ের রাস্তা সহজ করে দেয় রাজস্থানের জন্য। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান বোর্ডে তুলে নেয় রয়্যালসরা। এই জয়ের সঙ্গে সঙ্গে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রইল রাজস্থান। মুম্বই নেমে গেল সাত নম্বরে।
কাল রবিবারও ২ টো বড় ম্যাচ রয়েছে আইপিএলে। আরসিবির মুখোমুখি হবে পঞ্জাব কিংস প্রথম ম্যাচে। দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স।