IPL 2022: কেন শিবিরের চিন্তা বাড়াতে পারেন সঞ্জুর দলের কোন দু'জন ?
IPL, IPL 2022, IPL 2022 Live :স্পিন বিভাগে অশ্বিন-চাহালের পাশাপাশি ট্রেন্ট বোল্ট -প্রসিদ্ধ কৃষ্ণ সমৃদ্ধ পেস আক্রমণ রাজস্থানের।
পুণে : দলের চেহারার খোলনলচে বদলে নতুন অভিযান শুরু করছে দুই শিবিরই। পুণের এমসিএ স্টেডিয়ামে (MCA Stadium) মঙ্গলবার সন্ধেয় আইপিএলে (IPL 2022) তাদের অভিযান শুরু করছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hydrabad)। নিলামের টেবিলে ক্রিকেটার দলে নেওয়ার বিচারে খাতায়-কলমে কিছুটা হলেও এগিয়ে সঞ্জু স্যামসনের (sanju samson) নেতৃত্বাধীন রাজস্থান। তবে মাঠের লড়াইয়ে ঠিক কী হবে, সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ। যদিও এই ম্যাচে এক্স-ফ্যাক্টর হতে পারেন কারা, তাই নিয়ে চলছে চর্চা।
অভিজ্ঞ দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ও যুযবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) উপরই বাজিু ধরছেন ধবল কুলকার্নি (Dhawal Kulkarni)। রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলা ঘরোয়া সার্কিটের পরিচিত পেসার এবারের আইপিএলে ক্রিকেট বিশেষজ্ঞের ভূমিকায়। ধবল মনে করেন, 'অশ্বিন ও চাহাল দু'জনেই বিস্বমানের বোলার। স্কিল, দক্ষতা একাধিকবার প্রমাণ করেছে ওরা। তাই হায়দরাবাদ ব্যাটিং লাইন আপের কাছে কাজটা সহজ হবে না।' স্পিন বিভাগে অশ্বিন-চাহালের পাশাপাশি ট্রেন্ট বোল্ট (Trent Boult)-প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) সমৃদ্ধ পেস আক্রমণ রাজস্থানের।
View this post on Instagram
অন্যদিকে, এবারই প্রথমবার দীর্ঘদিন বাদে তাঁদের অন্যতম সেরা স্পিন অস্ত্র রশিদ খানকে বাদে খেলতে নামবে হায়দরাবাদ। চোট সারিয়ে ফেরা টি নটরাজন, ভুনেশ্বর কুমাররা কেমন পারফর্ম করেন, সেদিকেই নজর থাকবে সকলের।
আরও পড়ুন- প্রথম ভারতীয় পেসার হিসেবে আইপিএলে ১৫০ উইকেটের লক্ষ্যে ভুবনেশ্বর