IPL 2022 Auction: এই মরসুমে খেলবেন না, তবুও ৮ কোটি টাকায় মুম্বই তুলে নিল জোফ্রা আর্চারকে
IPL Auction 2022: কিন্তু নাম যখন জোফ্রা আর্চার (jofra archer), তখন তাঁকে অস্বীকারও তো করা যায় না। ঠিক তাইই হল। বেস প্রাইস ২ কোটি টাকা রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে দলে নিয়ে নিল মুম্বই।
বেঙ্গালুরু: নিলামে তাঁকে কে নেয়, তা নিয়ে কৌতূহল ছিলই। তার অন্যতম কারণ এই মরসুমে তিনি খেলবেন না। কিন্তু নাম যখন জোফ্রা আর্চার (jofra archer), তখন তাঁকে অস্বীকারও তো করা যায় না। ঠিক তাইই হল। বেস প্রাইস ২ কোটি টাকা রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ৮ কোটি টাকায় তাঁকে দলে নিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স। অর্থাৎ এই মরসুমে না হলেও পরের মরসুমে জশপ্রীত বুমরার সঙ্গে বোলিংয়ে ওপেন করতে দেখা যাবে জোফ্রা আর্চারকে। ইংল্যান্ডের তারকা পেসারকে পাওয়ার জন্য দর হাঁকিয়েছিল রাজস্থান রয়্য়ালস প্রথম থেকে। এই আগে আইপিএলে শুরু থেকে রাজস্থানের হয়েই খেলেছেন। কিন্তু তাঁকে ছেড়ে দিয়েছিল দল। নিলামের থেকে আর্চারকে তুলে নেওয়ার একটা চেষ্টা করেছিল সঞ্জু স্যামসনের দল যদিও। তবে মুম্বই ইন্ডিয়ান্স যেন বধ্যপরিকর ছিল এই ডানহাতি পেসারকে দলে নেওয়ার ব্য়াপারে। মাঝে সানরাইজার্স হায়দরাবাদ লড়াইয়ে থাকলেও শেষ পর্যন্ত বাজিমাত করে মুম্বইই।
উল্লেখ্য, নিজের বেস প্রাইস ২ কোটি টাকা রেখেছেন ডানহাতি জোফ্রা। তবে চোটের কারণে আসন্ন টুর্নামেন্টে তাঁকে হয়ত পাওয়া যাবে না। বিসিসিআইয়ের তরফে এই কথা আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজিকে আগেই জানিয়েও দেওয়া হয়েছিল। কিন্তু ইসিবির তরফে বিসিসিআইয়ে এমনও জানিয়ে দেওয়া হয়েছিল যে ২০২৩-২৪ মরসুমে টুর্নামেন্টে খেলবেন জােফ্রা। তাই নিলামে নাম দিয়েছেন তিনি। বিসিসিআইয়ের তরফে এমনও সব দলকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আর্চারকে এই মরসুমের জন্য় কেউ যদি নেই, তবে তা নিজেদের রিস্কেই নিতে হবে। কারণ কোনও রিপ্লেসমেন্ট প্লেয়ার মাঝপথে পাবে না কোনও ফ্র্যাঞ্চাইজি।
উল্লেখ্য, আইপিএল নিলামের (IPL Auction) দ্বিতীয় দিনে নজর কাড়লেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone)। সাড়ে ১১ কোটি টাকায় এই অলরাউন্ডারকে তুলে নিল পাঞ্জাব কিংস (Punjab Kings)। দৌড়ে ছিল সানরাইজার্স হায়দরাবাদও। কিন্তু, শেষ হাসি হাসে পাঞ্জাব।
আজ সেট টু অলরাউন্ডারের তালিকায় প্রথম ওঠে ইংল্যান্ডের এই তারকার নাম। তাঁকে পাওয়ার জন্য ঝাঁপায় পাঞ্জাব কিংস। যদিও শুরুটা করেছিল কলকাতা নাইট রাইডার্স। পরে এই অলরাউন্ডারের জন্য ময়দানে নামে সানরাইজার্স হায়দরাবাদও। কিন্তু, শেষমেশ তাঁকে তুলে নেয় পাঞ্জাব।