IPL 2022 Auction: কাল আইপিএল-এর নিলাম, সবচেয়ে বেশি দর পেতে পারেন কারা?
IPL Auction: কাল থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে এবারের আইপিএল-এর নিলাম। নিলামে উঠছেন ৩৭০ জন ভারতীয় এবং ২২০ জন বিদেশি ক্রিকেটার। দেখে নেওয়া যাক, কোন পাঁচ বিদেশি ক্রিকেটারকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে।
বেঙ্গালুরু: কাল থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল-এর নিলাম (IPL Auction 2022)। সব দলই শেষমুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। কয়েকজন ক্রিকেটারকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। বাকি ক্রিকেটাররা নিলামে উঠতে চলেছেন। নিলামে থাকবেন ৩৭০ জন ভারতীয় এবং ২২০ জন বিদেশি ক্রিকেটার। তাঁদের মধ্যে থেকেই বাছাই করবে ফ্র্যাঞ্চাইজিগুলি।
নিলামে যে ক্রিকেটাররা উঠতে চলেছেন, তাঁদের মধ্যে কারা সবচেয়ে বেশি দর পাবেন, সেটা নিয়ে ক্রিকেটমহলে জল্পনা শুরু হয়েছে। দেখে নেওয়া যাক, সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কোন ক্রিকেটারদের নিয়ে।
সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে অস্ট্রেলিয়ার বাঁ হাতি ওপেনার ডেভিড ওয়ার্নারকে (David Warner) নিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটের মতোই আইপিএল-এও তিনি দুর্দান্ত সাফল্য পেয়েছেন। তিনবার অরেঞ্জ ক্যাপ (Orange Cap) জিতেছেন তিনি। আইপিএল-এ ওয়ার্নারের মোট রান ৫,৪৪৯। তিনি অধিনায়ক হিসেবে আইপিএল চ্যাম্পিয়নও হয়েছেন।
২০১৪ সালে সাড়ে পাঁচ কোটি টাকা দিয়ে ওয়ার্নারকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। ২০১৬ সালে তাঁকে দলের অধিনায়ক নির্বাচিত করা হয়। সে বছরই সানরাইজার্স হায়দরাবাদ প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়। সেই আইপিএল-এ ৬০.৫৭ গড়ে ৮৪৮ রান করেন ওয়ার্নার।
এবারের আইপিএল-এর নিলামে ওয়ার্নারের বেস প্রাইস ২ কোটি টাকা। ক্রিকেটমহলে খবর, তাঁর দর অনেক বেশি হতে পারে।
ওয়ার্নারের মতোই তাঁর দেশের টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্সকে (Pat Cummins) নিয়েও জোর আলোচনা চলছে। ২০২০ সালে কামিন্সকে সাড়ে ১৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে তিনি সেই তুলনায় খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। এবার তাঁকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে লড়াই হতে পারে।
দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডাকে (Kagiso Rabada) নিয়েও নিলামে জোর টক্কর দেখা যেতে পারে। গতবারের আইপিএল-এ তিনি ১৫ উইকেট নেন। তাঁর দক্ষতা নিয়ে কারও প্রশ্ন নেই। যে কোনও দলই এরকম একজন বোলারকে চাইবে।
কুইন্টন ডি কককে (Quinton de Kock) নিয়েও নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে লড়াই দেখা যেতে পারে। ২০২০ সালের আইপিএল-এ ৫০৩ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার এই উইকেটকিপার-ব্যাটসম্যান। গতবার অবশ্য তিনি খুব একটা ভাল পারফরম্য়ান্স দেখাতে পারেননি। ১১ ম্যাচে ২৯৭ রান করেন। তবে এবার তাঁকে নিয়েও লড়াই হতে পারে।
ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারকে (Jason Holder) নিয়েও নিলামে লড়াই হতে পারে। গতবারের আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে চমকপ্রদ পারফরম্যান্স দেখাতে না পারলেও, সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের প্রথম বোলার হিসেবে টি-২০ ম্যাচে তিনি পরপর চার বলে চারটি উইকেট নিয়েছেন। ফলে তাঁকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে টানাটানি হতে পারে।