IPL 2022 Exclusive: মুম্বই ম্যাচে কামিন্সকে পাওয়া যাবে বলে সমস্যায় কেকেআর? কিন্তু কেন?
IPL 2022: কে জানত যে, সেই প্যাট কামিন্স (Pat Cummins) নাইট শিবিরে পৌঁছে যাওয়ার পর চিন্তা বাড়বে কোচ ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum), মেন্টর ডেভিড হাসি, অধিনায়ক শ্রেয়স আইয়ারদের (Shreyas Iyer)!
কলকাতা: তিনি আগেও কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে খেলেছেন। নেতৃত্ব দিয়েছেন নাইটদের বোলিং বিভাগকে। এবারও নিলাম থেকে ৭.২৫ কোটি টাকায় তাঁকে কিনেছিল শাহরুখ খান-জুহি চাওলার দল।
কে জানত যে, সেই প্যাট কামিন্স (Pat Cummins) নাইট শিবিরে পৌঁছে যাওয়ার পর চিন্তা বাড়বে কোচ ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum), মেন্টর ডেভিড হাসি, অধিনায়ক শ্রেয়স আইয়ারদের (Shreyas Iyer)!
চলছে নিভৃতবাস
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলছিলেন কামিন্স। দীর্ঘদিন পর পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজে খেলছিলেন বলে আইপিএলের শুরুর দিকে ছিলেন না কামিন্স, অ্যারন ফিঞ্চরা। কিন্তু পাকিস্তান সিরিজ শেষ হতেই মুম্বইয়ে পৌঁছে কেকেআর শিবিরে যোগ দিয়েছেন কামিন্স। তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পর্ব কাটাচ্ছেন। বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে কেকেআর। সেই ম্য়াচে কি পাওয়া যাবে অজি স্পিডস্টারকে?
স্বস্তি ম্য়াকালামের
রবিবার এবিপি লাইভের প্রশ্নে কেকেআরের কোচ ম্যাকালাম বলেন, 'প্যাট কামিন্সকে পাওয়া যাবে। আমাদের কাছে সেটা দারুণ খবর। ও এমন একজন যে, আমাদের দলের পরিবেশের সঙ্গে পরিচিত। সহজে মানিয়ে নিতে পারে। দারুণ মানুষ। আমাদের দলে বরাবরই অস্ট্রেলীয় ক্রিকেটারেরা ভাল খেলেছে। আমাদের এবারের দলেও বেশ কয়েকজন অজি ক্রিকেটার রয়েছে।'
ম্য়াকালাম পাশে বসা নাইটদের মেন্টর ডেভিড হাসির সঙ্গে খুনসুটিও করেন। বলেন, 'হাসি খুশিই হবে।' যোগ করেন, 'শ্রেয়স অধিনায়ক হিসাবে দারুণ করছে আর প্যাট ওকে আরও সাহায্য় করতে পারে।'
একাদশ বাছা নিয়ে জট?
তাহলে সমস্যা কেন? ম্যাকালাম বলছেন, 'প্যাট চলে আসায় আমাদের প্রথম একাদশ নির্বাচন কঠিন হল। অনেকের মধ্যে থেকে দল বাছতে হবে। তবে এই সমস্যা দলের পক্ষে ভাল।'
কেকেআরের একাদশে চার বিদেশি ক্রিকেটারের মধ্যে আন্দ্রে রাসেল ও সুনীল নারাইনের জায়গা পাকা। স্যাম বিলিংসও ভাল খেলছেন। আগের ম্যাচে উইকেটকিপিংও করেছেন। কামিন্স না থাকায় পেসার হিসাবে খেলছিলেন নিউজিল্যান্ডের টিম সাউদি। যিনি বল হাতে বেশ নজর কেড়েছেন। কার জায়গায় কামিন্সকে খেলানো হবে, তা নিয়েই ভেবে চলেছে নাইট শিবির।
আইপিএলে যেন পুনর্জন্ম, বাঙালি কোচের মন্ত্রে বল হাতে ভয় ধরাচ্ছেন উমেশ