IPL 2022: কেকেআরের বিরুদ্ধে অন্যতম সেরা অস্ত্রকে পাবেন না ধোনিরা
CSK News: মরসুম শুরুর আগে এখনও অবধি ভারতে এসে পৌঁছতে পারেননি মঈন আলি। ভিসা জটে ইংল্যান্ডে আটকে রয়েছেন তিনি।
মুম্বই: আর ঠিক তিনদিন পরে শুরু হতে চলেছে আইপিএল (IPL)। প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK)। গতবারের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দলই। কেকেআরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির সিএসকে (MS Dhoni)। তবে মরসুম শুরুর আগে এখনও অবধি ভারতে এসে পৌঁছতে পারেননি মঈন আলি। ভিসা জটে ইংল্যান্ডে আটকে রয়েছেন তিনি। সূত্রের খবর, নাইটদের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইংরেজ তারকাকে পাবে না সিএসকে শিবির।
শনিবার কেকেআর বনাম সিএসকে ম্যাচ। সেই ম্যাচে খেলতে হলে বুধবার ভারতে আসতেই হতো মঈনকে। তারপর ভারতীয় ক্রিকেট বোর্ড নির্ধারিত তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হতো। তারপরই তিনি শনিবার মাঠে নামতে পারতেন। কিন্তু মঈনের ভিসা সমস্যার জট এখনও কাটেনি। তাই বুধবার তাঁর আসার সম্ভাবনা নেই বলেই খবর। মঈন না খেললে কেকেআরের বিরুদ্ধে আইপিএলে অভিষেক হতে পারে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের। রুতুরাজ গায়কোয়াড় ও রবিন উথাপ্পার সঙ্গে সিএসকে-র টপ অর্ডার সামলাতে দেখা যেতে পারে তাঁকে।
এবারের আইপিএলের নিলামে মঈনকে তোলেনি সিএসকে। আট কোটি টাকায় রিটেন করেছিল। দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। তবে এখনও পর্যন্ত ইউকে-র ভারতীয় হাই কমিশন মঈনকে ভিসার জন্য ছাড়পত্র দেয়নি। এর জেরেই ভারতে আসতে পারছেন না তিনি। এই নিয়ে সিএসকের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) কাশী বিশ্বনাথন দিনকয়েক আগে বলেছিলেন, ‘ও ২৮ ফেব্রুয়ারি ভিসার জন্য কাগজপত্র জমা দিয়েছিল। তারপর ২০ দিন হয়ে গিয়েছে। ও প্রায়ই ভারতে আসে, তা সত্ত্বেও ছাড়পত্র পাচ্ছে না।’
তবে বিশ্বনাথন জানিয়েছিলেন, সোমবারের মধ্যেই মঈন জরুরি ভিসা পেয়ে যাবেন। ‘আমরা আশা করছি ও শীঘ্রই দলে যোগ দেবে। ও কথা দিয়েছে ছাড়পত্র হাতে পেলেই পরের বিমান ধরে ও ভারতে চলে আসবে। ভারতীয় ক্রিকেট বোর্ডও এ বিষয়ে আমাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে। আশা করছি সোমবারের মধ্যে ও ছাড়পত্র পেয়ে যাবে,’ বলেছিলেন বিশ্বনাথন।
কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, আইপিএল শুরুর আগে মঈন জট কাটল না।