IPL 2022: রাজস্থান রয়্যালসের টিম হোটেলে আচমকাই হাজির টম অ্যান্ড জেরি, কেন?
Rajasthan Royals News: গ্র্যান্ড হায়াত হোটেলে আসতে শুরু করেছেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটারেরা। কিন্তু সেই হোটেলে আচমকা দেখা গেল বিখ্যাত কার্টুন চরিত্র টম অ্যান্ড জেরিকে। কেন?
মুম্বই: বেজে গিয়েছে আইপিএলের (IPL) দামামা। সব নজর মুম্বইয়ে। কারণ, বাণিজ্য নগরীতেই দশ দল তাদের প্রস্তুতি শিবির শুরু করছে। সব দলের ক্রিকেটারেরাই একে একে জড়ো হতে শুরু করেছেন মুম্বইয়ে। গ্র্যান্ড হায়াত হোটেলে আসতে শুরু করেছেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ক্রিকেটারেরা।
কিন্তু সেই হোটেলে আচমকা দেখা গেল বিখ্যাত কার্টুন চরিত্র টম অ্যান্ড জেরিকে। কেন?
মুম্বইয়ে রাজস্থান রয়্যালস শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, টম অ্যান্ড জেরি ও সুপারহিরো একাংশ-এর বেশে সাজিয়ে তিনজনকে হাজির করানো হয়েছিল টিমহোটেলে। সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহালদের স্বাগত জানায় তারা। ক্রিকেটারদের স্বাগত জানানোর জন্য এরকমই অভিনব পন্থা নিয়েছিল রাজস্তান রয়্যালস কর্তৃপক্ষ।
রাজস্থান রয়্যালস ২০০৮ সালের পর আর আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারেনি। প্রথম আইপিএলে শেন ওয়ার্নের নেতৃত্বে ট্রফি জিতেছিল। প্রয়াত শেন ওয়ার্নকে সম্মান জানানোর সেরা মঞ্চ এবার তাদের কাছে হতে পারে আইপিএল ট্রফি জয়।
চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে কোচিং স্টাফ ঢেলে সাজিয়েছে রাজস্থান। লাসিথ মালিঙ্গাকে নিয়োগ করা হয়েছে ফাস্ট বোলিং কোচ হিসেবে। ১৭০ উইকেট নেওয়া মালিঙ্গাই আইপিএলে সর্বাধিক উইকেটশিকারি। গত বছর তিনি সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ২০১৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সে মেন্টরের দায়িত্ব সামলেছেন। সেখানে দলের কোচ ছিলেন মাহেলা জয়বর্ধনে। তবে এবার জয়বর্ধনেকে ছেড়ে শ্রীলঙ্কা দলের আরেক সতীর্থর সঙ্গে জুটি বেঁধেছেন মালিঙ্গা। কারণ, কুমার সঙ্গকারা রাজস্থান রয়্যালসের হেড কোচ এবং ডিরেক্টর অব ক্রিকেট। সহকারী কোচ ট্রেভর পেনি, স্ট্র্যাটেজি, ডেভেলপমেন্ট ও পারফরম্যান্স ডিরেক্টর জুবিন ভারুচা এবং ফিল্ডিং কোচ দিশান্ত য়াজ্ঞিকের পাশাপাশি স্টেফান জোন্স, লাসিথ মালিঙ্গা ও প্যাডি আপটনকে সাপোর্ট স্টাফ হিসেবে নিযুক্ত করেছে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস।
আগেই স্টেফান জোন্সকে হাই পারফরম্যান্স ফাস্ট বোলিং কোচ হিসেবে নিযুক্ত করেছিল রাজস্থান রয়্যালস। তাঁর সঙ্গেই পরে জুড়ে দেওয়া হয় লাসিথ মালিঙ্গাকে। তরুণ প্রতিভাদের বিকাশের লক্ষ্যে যে উদ্যোগ ও পরিকল্পনা রাজস্থান রয়্যালস বরাবর নিয়ে আসছে তার প্রশংসা করার পাশাপাশি এই দলের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি যে খুশি, সে কথা জানিয়েছেন মালিঙ্গা। মুম্বই ইন্ডিয়ান্সের পর এবার রাজস্থান রয়্যালসেও চ্যাম্পিয়ন করতে মুখিয়ে রয়েছেন আইপিএলের আসরে প্রত্যাবর্তন ঘটানো মালিঙ্গা।
টিম ক্যাটালিস্ট হিসেবে নেওয়া হয়েছে প্যাডি আপটনকে। তিনি ২০১৩ থেকে ২০১৫ এবং ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফ হিসেবে যুক্ত ছিলেন। ২০১৩ ও ২০১৫ সালে শেষ চার অবধি পৌঁছেছিল রাজস্থান রয়্যালস। তবে পুরো আইপিএলে তিনি থাকতে পারবেন না। এবারের আইপিএলে প্রথম চার সপ্তাহ থাকবেন, তারপর দলের সঙ্গে যুক্ত থাকবেন ভার্চুয়ালি।
দলকে মানসিকভাবে চাঙ্গা রাখার কাজটিই দেখবেন আপটন। জৈব সুরক্ষা বলয়ে মানসিক ক্লান্তির বিষয়টি সামলাবেন তিনি। আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচ ২৯ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। আইপিএলে রাজস্থান রয়্যালস রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে এ গ্রুপে।