IPL 2022: ''হাসিমুখে সবকিছু সামলেছ শেষ নিঃশ্বাস পর্যন্ত'', আবেগঘন পোস্টে মন জিতলেন হর্ষল
IPL 2022: বোনের মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি শিবির থেকে বেরিয়ে যোগ দিয়েছিলেন পরিবারের সঙ্গে। যদিও পরে ফের আরসিবি শিবিরে যোগ দেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতেও নেমেছিলেন ১৬ এপ্রিল।
মুম্বই: আইপিএল খেলতে আরসিবি শিবিরে ছিলেন। তখনও জানতেন না যে অসুস্থ বোনের সঙ্গে আর দেখা করার কোনও সুযোগই মিলবে না। বোনের মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি শিবির থেকে বেরিয়ে যোগ দিয়েছিলেন পরিবারের সঙ্গে। যদিও পরে ফের আরসিবি শিবিরে যোগ দেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতেও নেমেছিলেন ১৬ এপ্রিল। এবার প্রয়াত বোনকে নিয়ে সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন ডানহাতি এই তরুণ পেসার।
ইনস্টাগ্রামে পোস্ট হর্ষলের
প্রয়াত বোনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন হর্ষল পটেল। সেখানে তিনি ক্য়াপশনে লেখেন, ''আমাদের জীবনে অন্য়তম একজন অসাধারণ, হাসিখুশি মানুষ ছিলে তুমি। জীবনে অনেক অনেক সমস্যার মুখে পড়েছ। কিন্তু হাসিমুখে সবকিছু সামলেছে শেষ নিঃশ্বাস পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে ছিলাম তুমি বারবার আমাকে বলতে যে খেলায় মন দিতে, তোমাকে নিয়ে অত চিন্তা না করতে। তোমার কথা শুনেই আমি মাঠে ফিরেছিলাম। কিন্তু এখন আমি সবকিছু শুধু স্মরণ করতে পারব, এর বেশি কিছুই না। আমি আগামীতেও এমনই কাজ করে যাব, যাতে তুমি সবসময় আমার জন্য গর্ববোধ করতে। ভাল সময়, খারাপ সময়, তোমাকে সারাজীবন মিস করব আমি। তোমাকে খুব খুব মিস করব। শান্তিতে থেকো দিদি।''
View this post on Instagram
আইপিএলে আরসিবি সূত্রে জানা গিয়েছে, বোনের মৃত্যুর খবর পেয়ে মাঠ থেকেই বাড়ির দিকে রওনা হন হর্ষল। পুণে থেকে মুম্বই ফেরার জন্য তিনি টিমবাসেও ওঠেননি। নিজেই বাড়ি ফেরার ব্যবস্থা করেন তিনি। মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে আরসিবি-র। সেই ম্যাচের আগেই হয়তো পারিবারিক বিপর্যয় সামলে ফের দলে যোগ দেবেন হর্ষল।