IPL 2022: হার্দিকের অপরাজিত অর্ধশতরান, ১৬৮ বোর্ডে তুলে নিল গুজরাত টাইটান্স
IPL 2022 GT vs RCB: এই ম্যাচ হারলেও তাঁরা প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেই ফেলেছে। এদিন প্রথমে ব্যাট করে আরসিবির বিরুদ্ধে বোর্ডে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলে নিল গুজরাত টাইটান্স।
মুম্বই: এই ম্য়াচ যতটা গুরুত্বপূর্ণ আরসিবির জন্য, ততটা গুরুত্বপূর্ণ নয় গুজরাতের জন্য। বিরাটদের এই ম্য়াচ বিশাল ব্যবধানে জিততেই হবে প্রথমত প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে, এরপর আবার অন্য দলের দিকেও তাকিয়ে থাকতে হবে। অন্যদিকে গুজরাত আগেই প্লে অফে পৌঁছে গিয়েছিল। এই ম্যাচ হারলেও তাঁরা প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেই ফেলেছে। এদিন প্রথমে ব্যাট করে আরসিবির বিরুদ্ধে বোর্ডে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলে নিল গুজরাত টাইটান্স। অপরাজিত অর্ধশতরান হাঁকালেন গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ড্য।
হার্দিকের অর্ধশতরান, গুজরাতের ১৬৮/৫
ওপেনিংয়ে নেমেছিলেন ঋদ্ধিমান ও তাঁর সঙ্গী শুভমন গিল। চলতি আইপিএলে বাংলার পাপালি যতটা ফর্মে রয়েছেন, তার ঠিক উল্টো ফর্মে গিল। এদিনও তার ব্যতিক্রম হল না। ৪ বলে মাত্র ১ রান করে হ্যাজেলউডের বলে ক্যাচ আউট হয়ে ফিরে গেলেন। তবে শুরু থেকেই মারমুখি মেজাজে ব্যাট করছিলেন ঋদ্ধি। তবে ২২ বলে ৩১ রান করে হার্দিকের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফির যান বাংলার তারকা উইকেট কিপার ব্যাটার। এরপর মিলারকে নিয়ে ও পরে রশিদ খানকে নিয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন হার্দিক। মিলার ৩টি ছক্কার সাহায্য়ে ২৫ বলে ৩৪ রান করে আউট হন। তবে থামানো যায়নি হার্দিককে। ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন হার্দিক। রশিদ খান ৬ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন।
রেগে আগুন ম্যাথু ওয়েড
ছন্দে ছিলেন। কিন্তু আচমকাই ছন্দপতন। তাও আবার বিতর্ক সঙ্গী করে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে আউট হয়েই রেগে আগুন হয়ে গেলেন ম্যাথু ওয়েড। গুজরাত টাইটান্সের এই তারকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলের বলে লেগবিফোর হয়ে ফিরে যান। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি ছিলেন ওয়েড। মাঠ ছাড়ার সময়ই তাঁর চোখেমুখে বিরক্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। যেন ফুঁসছিলেন রীতিমতো। শেষ পর্যন্ত ড্রেসিংরুমে ঢােকার পরই নিজের হেলমেট ছুড়ে ফেলেন। ব্যাট দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকেন বিভিন্ন জিনিসে। মুহূর্তেই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।