RR vs LSG Match Highlights : বোলারদের দাপটে বাজিমাত, ৩ রানে লখনউকে টেক্কা রাজস্থানের
IPL 2022 : মরিয়া চেষ্টা করলেও নির্ধারিত ২০ ওভারে ১৬২ রানে থামে লখনউয়ের ইনিংস। ৩ রানে ম্যাচ জেতে রাজস্থান শিবির।
মুম্বই : ঠান্ডা মাথায় কাজের কাজ সারলেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বোলাররা। লখনউ ইনিংসের শুরু থেকেই ক্রমাগত উইকেট তুলে নিয়ে প্রবল চাপ তৈরি করে ও শেষপর্বে মাপা লাইন-লেংথে বল করে ৩ রানে ম্যাচ জিতল রাজস্থান শিবির। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল (০) ও কৃষ্ণাপ্পা গোথামকে (০) প্রথম দুই বলেই সাজঘরে ফিরিয়ে লখনউ শিবিরে মোক্ষম ধাক্কা দেন ট্রেন্ট বোল্ট (২/৩০)। তাঁকে যোগ্য সঙ্গত করে কিছুক্ষণের মধ্যে জেসন হোল্ডারকে (৮) ফেরান প্রসিধ কৃষ্ণ (১/৩৫)।
লখনউয়ের রান তাড়া
একেবারে শুরুতেই তিন উইকেট খোওয়ানোর পর দীপক হুডাকে (২৫) সঙ্গে নিয়ে রান তাড়া শুরু করেন কুইন্টন ডি কক। যদিও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দীপকের পরপরই আয়ুষ বাদোনি (৫) ও ডি ককও (৩৯) সাজঘরে ফেরেন। ক্রুণাল পাণ্ড্য (২২) ও শেষপর্বে মার্কাস স্টোইনিস (৩২ অপরাজিত) মরিয়া চেষ্টা করলেও নির্ধারিত ২০ ওভারে ১৬২ রানে থামে লখনউয়ের ইনিংস। ৩ রানে ম্যাচ জেতে রাজস্থান শিবির।
রাজস্থানের ইনিংস
ওপেনিং পার্টনারশিপে শুরুটা ঝোড়ো হয়েছিল রাজস্থান রয়্যালসের। ৪১ রানের মাথায় জস বাটলারের (Jos Buttler) (১৩) প্রথম উইকেট খোওয়ায় তারা। জসের মতোই রাজস্থানের অপর ওপেনার দেবদত্ত পাড়িক্কালও (Devdutta Paddikal) (২৯) ভাল শুরু করলেও বড় রান করতে পারেননি। তিন নম্বরে নেমে অল্প কিছুক্ষমের মধ্যে সাজঘরে লফেরেন অধিনায়ক সঞ্জু স্যামসনও (Sanju Samson) (১৩)। জেসন হোল্ডার (Jason Holder)-কৃষ্ণাপ্পা গোথামদের (Krishnappa Gowtham) মাপা বোলিংয়ের মাঝে একের পর এক উইকেট খোওয়াতে থাকে রাজস্থান। যদিও শিমরন হেটমায়ার ইনিংসের হাল ধরেন। রিটায়ার্ড হার্ট হওয়ার আগে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) (২৮) ও রিয়ান পরাগ (৮) তাঁকে প্রয়োজনীয় সঙ্গত করেন। ৩৬ বলে ১টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারির সাহায্যে অপরাজিত ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন শিমরন হেটমায়ার। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান তোলে রাজস্থান রয়্যালস।
View this post on Instagram
আরও পড়ুন- কুলদীপ কামালে কাত কেকেআর, প্রাক্তনীর ঘূর্ণিতে কলকাতাকে টেক্কা দিল্লির