KKR on IPL 2022: ক্যাপ্টেন শ্রেয়সের প্রশংসায় পঞ্চমুখ ব্রেন্ডন ম্যাকালাম
KKR on IPL 2022: কিন্তু শ্রেয়স আইয়ারের প্রশংসায় পঞ্চমুখ কোচ ব্রেন্ডন ম্যাকালাম। প্রথম ম্যাচে চেন্নাইয়ের (Chennai) বিরুদ্ধে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে কলকাতাকে।
মুম্বই: কেকেআরের (Kolkata Knight Riders) অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় ম্যাচেই হারতে হয়েছে আরসিবির (Royal Challengers Bangalore) বিরুদ্ধে। কিন্তু শ্রেয়স আইয়ারের প্রশংসায় পঞ্চমুখ কোচ ব্রেন্ডন ম্যাকালাম। প্রথম ম্যাচে চেন্নাইয়ের (Chennai) বিরুদ্ধে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে কলকাতাকে। কিন্তু লো স্কোরিং ম্যাচে যেভাবে বোলারদের ব্যবহার করেছেন, যেভাবে ফিল্ড প্লেসিং করেছেন শ্রেয়স, তা মুগ্ধ করেছে ম্যাকালামকে।
ম্যাকালামের বার্তা
আরসিবি ম্যাচের পর সাংবাদিক বৈঠকে কলকাতা নাইট রাইডার্সের কোচ বলেন, ''অসাধারণ একটা ম্যাচ। কিন্তু পুরো সময়টাই বোলাররা ব্যাটারদের ওপর প্রভাব সৃষ্টি করেছিল। তবে দলের প্রত্যেকেই নিজের একশো শতাংশ দেওয়ার চেষ্টা করেছে। রাসেল বাউন্ডারি সেভ করতে গিয়ে নিজের কাঁধে চোট পেয়েছে। তার জন্যই ওকে বাড়তি চাপ দিতে চাইনি আমরা। এছাড়া ভেঙ্কটেশ বোলিংয়ে বিকল্প রয়েইছেন।''
শ্রেয়সের অধিনায়কত্ব নিয়ে বলতে গিয়ে ম্য়াকালাম বলেন, ''শ্রেয়সের নেতৃত্ব আমাকে খুব অভিভূত করেছে। আমি শুধু ও দলে আছে বলেই দেখছি না। অনেকদিন ধরেই ওকে দেখেছি। ভাল বন্ধুত্বও ছিল। অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে যখন খেলত, তখন ওর ফ্যান হয়ে গিয়েছিলাম আমি। আমি ভীষণ লাকি ওকে আমাদের দলে পেয়েছি। নিজের সেরা ফর্মেও রয়েছে শ্রেয়স। আশা করি দলের জন্য আরও ভাল করতে পারবে ও।''
লড়েও হার কলকাতার
লড়াই করেও শেষরক্ষা হল না। লো স্কোরিং ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) কাছে তিন উইকেটে হেরে গেল কলকাতা নাইট রাইডার্সে (KKR)। চলতি আইপিএলে (IPL) দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের মুখ দেখলেন ফাফ ডুপ্লেসিরা।
আর আরসিবির জয়ে বড় ভূমিকা নিলেন বাংলার দুই ক্রিকেটার। আকাশ দীপ ও শাহবাজ আমেদ। আকাশ বল হাতে নিলেন ৩ উইকেট। ৬ নম্বরে ব্য়াট করতে নেমে ২০ বলে ২৭ রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন শাহবাজ। ৪ বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নিল আরসিবি।