NZ vs ENG Test: আইপিএল না দেশ? কাকে এগিয়ে রাখলেন বোল্ট?
IPL Final 2022: এদিকে কিউয়ি এই পেসার যখন আইপিএলের (IPL) ফাইনালে খেলার প্রস্তুতি সারছেন তখন নিউজিল্য়ান্ড ক্রিকেট দল ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামার প্রস্তুতিতে মগ্ন।
আমদাবাদ: আইপিএল-এ ফাইনালে খেলতে এই মুহূর্তে ভারতে রয়েছেন ট্রেন্ট বোল্ট। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে ফাইনালে খেলতে নামবেন এই বাঁহাতি পেসার। দলের বোলিং ডিপার্টমেন্টের প্রধান অস্ত্রও তিনি। এদিকে কিউয়ি এই পেসার যখন আইপিএলের (IPL) ফাইনালে খেলার প্রস্তুতি সারছেন তখন নিউজিল্য়ান্ড ক্রিকেট দল ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামার প্রস্তুতিতে মগ্ন। তবে সূত্রের খবর, আইপিএলের ফাইনাল খেলার পর দেশে ফিরে প্রথম টেস্টে হয়ত খেলতে নামবেন না বোল্ট।
ইংল্য়ান্ড সফরে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগামী ২ জুন থেকে শুরু হতে চলেছে প্রথম টেস্ট। তার অর্থ হল যে বোল্টের কাছে কোনও সময়ই থাকছে না জাতীয় দলের লড়াইয়ে নামার আগে প্রস্তুতি সারার। সেক্ষেত্রে বোল্ট না থাকায় কিউয়ি বোলিং আক্রমণে দেখা যাবে টিম সাউদি, কাইল জেমিসন, নেইল ওয়াগনার, ম্যাট হেনরি। স্পিনার হিসেবে দলে আছেন আজাজ পটেল। তবে প্রথম একাদশে তিনি থাকবেন কি না বলা যাচ্ছে না।
বিরাট ভক্তের মন বদলালেন বোল্ট
ট্রেন্ট বোল্ট আরসিবির বিরুদ্ধে দুরন্ত বোলিং করেন। একটি উইকেটও নেন তিনি। রাজস্থানের জয়ের পর মাঠ থেকে ড্রেসিংরুমে যাচ্ছিলেন বোল্ট। সেখানে তিনি একজন আরসিবি ভক্তকে দেখতে পান। যে খুদে তাঁর জার্সি চেয়েছিল সম্ভবত। বোল্ট তাঁর জার্সি খুলে খুদেকে উপহার দেন। আসলে আরসিবি-র ভক্ত হলেও, সেই বাচ্চা ছেলেটি বোল্টেরও ভক্ত। তাই খুদে ভক্ত পরাজিত টিমের জার্সি খুলে, পরে নেয় বোল্টের জার্সি।
দুর্দান্ত ফর্মে কিউয়ি পেসার
চলতি আইপিএলে দারুণ ফর্মে রয়েছেন ট্রেন্ট বোল্ট। মুম্বই ইন্ডিয়ান্স থেকে এই মরসুমে রাজস্থান শিবিরে এসেছেন তিনি। এই মরসুমে তিনি ১৫টি ম্যাচ খেলে ১৫টি উইকেট নিয়েছেন। চলতি আইপিএলে বোল্টের সেরা পারফরম্যান্স ছিল ১৮ রানে ২ উইকেট। রাজস্থানের সামনে সুযোগ রয়েছে ২০০৮ সালের পর আবার আইপিএল ট্রফি জয়ের। আর সেই লড়াইয়ে বোল্টের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।