IPL 2023: গত মরসুমের হতাশা ঝেড়ে ফেলে ধোনির নেতৃত্বে কি পঞ্চম খেতাব জিতবে সিএসকে? কেমন হল তাঁদের দল?
Chennai Super Kings: গত মরসুমে মাত্র চার ম্যাচ জিতে লিগ তালিকায় নয় নম্বরে শেষ করেছিল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস।
কলকাতা: আর মাত্র দিন কয়েকের অপেক্ষা, ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের (IPL 2023) ১৬তম সংস্করণ। মরসুমের প্রথম ম্যাচেই মাঠে নামছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), প্রতিপক্ষ গত বারের চ্যাম্পিয়ন গুজরাত জায়ান্টস। ট্রফি জয়ের নিরিখে চার বার খেতাবজয়ী সিএসকে, আইপিএল দ্বিতীয় সফলতম দল। তবে গত মরসুমটা তাঁদের জন্য একেবারেই ভাল যায়নি। মাত্র চার ম্যাচ জিতে লিগ তালিকায় নয় নম্বরে শেষ করেছিল হলুদ বিগ্রেড। নতুন মরসুমে ভাগ্য বদলের আশায় মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বাধীন সিএসকে।
সিএসকের শক্তি
করোনা আবহে বিগত কয়েক মরসুমে আইপিএল ফ্রাঞ্চাইজিগুলি নিজেদের ঘরের মাঠে খেলতে পারেনি। তবে এ মরসুমে আবারও সব দল নিজেদের ঘরের মাঠে খেলবে। অর্থাৎ ফের একবার চিপকে সিএসকেকে খেলতে দেখা যাবে। চিপকের স্পিনসহায়ক, মন্থর গতির পিচে দলের বোলারদের কীভাবে কাজে লাগাতে হবে, সেই বিষয়ে ধোনি বরাবরই পটু। মাহিশ থিকসানা, রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja), মঈন আলিদের নিয়ে গড়া সিএসকের স্পিন বিভাগ চিপকে কেমন পারফর্ম করে, তাঁর ওপর সিএসকের ভাগ্য অনেকটাই নির্ভরশীল।
উপরন্তু, এই মরসুমের আইপিএলে ফের একবার সিএসকের হলুদ জার্সি গায়ে দীপক চাহারকে খেলতে দেখা যাবে। নতুন বল হাতে চাহারের উইকেট নেওয়ার দক্ষতার বিষয়ে সকলেই অবগত। গত মরসুমে চোটের কারণে চাহারের না থাকাটা বিশেষ করে পাওয়ার প্লেতে সিএসকের পারফরম্যান্সের ওপর দারুণ প্রভাব ফেলে। শুরুতেই উইকেট নেওয়ার অক্ষমতা সরাসরি ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছিল। চাহার ফেরায় সেই সমস্যা দূর হবে বলেই আশায় রয়েছেন সিএসকে সমর্থকরা। নতুন বল হাতে চাহার ও মুকেশ চৌধুরীর ওপর গুরুদায়িত্ব থাকবে। ব্যাট হাতে রুতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ের ওপেনিং পার্টনারশিপটাও হলুদ ব্রিগেডের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
মিডল অর্ডার নিয়ে চিন্তা
গত মরসুমে সিএসকের মিডল অর্ডার নিজেদের দক্ষতার প্রতি সুবিচার করতে পারেনি। জাডেজা ১০ ম্যাচে মাত্র ১৯.৩৩ গড়ে ১১৬ রান করেছিলেন, আম্বাতি রায়াডু ২৪.৫১ গড়ে ২৭৪ রান করেন, ২৪.৪০ গড়ে মঈন আলির সংগ্রহ ছিল ২৪৪ রান। উপরন্তু, সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে মঈন আলির পারফরম্যান্স একেবারেই আহামরি নয়। বাংলাদেশের বিরুদ্ধে সদ্যসমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১০০-র কম স্ট্রাইক রেটে ইংল্যান্ড অলরাউন্ডার মাত্র ৩২ রান করেছিলেন। মঈনের ফর্ম সিএসকের মাথাব্যথা বাড়াতে পারে।
সিএসকের দলে চাহার ও ডোয়েন প্রিটোরিয়াস বাদে কিন্তু আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ফাস্ট বোলার তেমন নেই বললেই চলে। তবে এ বছরের নিলামে সিএসকে বেন স্টোকসকে দলে নিয়েছে। সেক্ষেত্রে বোলার বেন স্টোকসের ওপর দায়িত্ব বাড়বে। স্টোকস গোটা আইপিএলে কতটা বল করতে পারবেন, সেই দিকে নজর থাকবেই। প্রসঙ্গত, স্টোকস পাঁচ মরসুমে ৪৩টি ম্যাচ খেলে বল হাতে ২৮টি উইকেট নিয়েছেন, ইকোনমি ৮.৫৬। ব্যাট হাতেও তাঁর পারফরম্যান্স খুব আহামরি নয়। নিজের আইপিএল কেরিয়ারে ২৫.৫৬ গড়ে মোট ৯২০ রান করেছেন তিনি। তিনি দলের মিডল অর্ডার সমস্যার সমাধান করতে পারেন কি না, সেটাই দেখার।
পাশাপাশি গত মরসুমের মাঝপথে জাডেজাও টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন, যে দশটি ম্যাচ খেলেছিলেন, সেই ম্যাচগুলিতেও তাঁর ফর্ম অত্যন্ত সাধারণ ছিল। অবশ্য গত বারের মতো এ বারে তাঁর ওপর অধিনায়কত্বের দায়িত্ব নেই। তাই চাপমুক্ত হয়ে জাডেজা নিজের স্বাভাবিক ক্রিকেটটা খেলতে পারবেন বলে ধরে নেওয়াই যায়।
এক্স-ফ্যাক্টার
ইতিহাস ঘেঁটে দেখলে বোঝা যাবে সিএসকে বরাবরই তাঁদের দলের অলরাউন্ডারের ওপর অনেকটাই নির্ভর করে। অতীত পারফরম্য়ান্স যেমনই হোক না কেন, স্টোকস ও জাডেজা যে বর্তমান বিশ্বের অন্যতম সেরা দুই অলরাউন্ডার সেই বিষয়ে সন্দেহের খুব একটা অবকাশ নেই। এ মরসুমে জাডেজা-স্টোকস কিন্তু হলুদ ব্রিগেডের হয়ে ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন। এই দুই তারকা অলরাউন্ডারের উপস্থিতি দলকে ভারসাম্য প্রদান করবে। তাঁরাই সিএসকের এক্স-ফ্যাক্টার হতে পারেন বলে ধরছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
গেমচেঞ্জার
তবে জাডেজা, স্টোকস, মঈন আলি দলে থাকলেও, এখনও সিএসকে দলের মধ্যমণি কিন্তু মহেন্দ্র সিংহ ধোনিই। বয়স ৪১ পার করলেও, ধোনির ফিটনেস দেখে তা বোঝা দায়। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বর্তমানে আইপিএল বাদে আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন না। তাই প্রতি বছরই ধোনি অনুরাগীরা তাঁদের প্রিয় ক্রিকেটারকে খেলতে দেখার জন্য আইপিএলের অপক্ষায় থাকেন। এ মরসুমেও সিএসকে তথা ধোনি অনুরাগীরা তাঁদের প্রিয় 'থালা'কে ব্যাট হাতে দেখার অপেক্ষায় রয়েছেন। গত মরসুমে ধোনি ৩৩-র অধিক গড়ে ২৩২ রান করেছিলেন। আসন্ন মরসুমে ব্যাটার ধোনির দিকে নজর তো থাকবেই, পাশাপাশি নজর থাকবে অধিনায়ক ধোনির দিকেও। বুড়ো হাড়ে ভেল্কি দেখিয়ে ধোনি সিএসকেকে পঞ্চম আইপিএল ট্রফিটা জেতাতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন: ধবনের নেতৃত্বেই কি হবে 'শাপমোচন'? প্রথম আইপিএল খেতাব জিততে পারবে পঞ্জাব কিংস?