IPL 2023 Purple Cap : ফের শীর্ষে সিরাজ, জমজমাট পার্পল ক্যাপের লড়াই
IPL 2023 : চলতি আইপিএলে ৭ ম্যাচের শেষে ১৩ উইকেট মহম্মদ সিরাজের ঝুলিতে। সমসংখ্যক উইকেট অর্শদীপ সিংহেরও। যদিও ইকোনমি রেটে এগিয়ে থাকার সুবাদে পার্পল ক্যাপের তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছেন সিরাজ।
কলকাতা : জস বাটলারের রক্ষণ ফালাফালা করে দুরন্ত ইনসুইংগার ছিটকে দিল উইকেট। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে একটিই উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। এই একটি উইকেটের সুবাদেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) দুরন্ত ম্যাচ জয়ে ফের একবার ফ্যাক্টর হয়ে ওঠার পাশাপাশি আইপিএলের পার্পল ক্যাপ দখলের লড়াইয়েও ফের একবার শীর্ষে পৌঁছে গিয়েছেন সিরাজ।
চলতি আইপিএলে ৭ ম্যাচের শেষে ১৩ উইকেট মহম্মদ সিরাজের ঝুলিতে। সমসংখ্যক উইকেট অর্শদীপ সিংহেরও (Arshdeep Singh)। যদিও ইকোনমি রেটে পাঞ্জাব কিংসের (Punjab Kings) পেসারের থেকে এগিয়ে থাকার সুবাদে পার্পল ক্যাপের তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছেন সিরাজ।
৭ ম্যাচে ১৩ উইকেট দখলের পাশাপাশি মহম্মদ সিরাজের ইকোনমি ৭.১৭। সমসংখ্যক ম্যাচে সমসংখ্যক উইকেট পেলেও অর্শদীপ সিংহের ইকোনমি তথা বোলিং গড় ৮.১৬। ওভার প্রতি প্রায় এক রান কম খরচ করার সুবাদেই অর্শদীপকে পিছনে ফেলে পার্পল ক্যাপের তালিকায় শীর্ষে সিরাজ। তালিকায় তিন নম্বরে তথা প্রথম স্পিনার হিসেবে রয়েছেন যুযবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। ৭ ম্যাচের শেষে ১২ উইকেট রাজস্থানের বোলারের। ইকোনমিতে তার থেকে পিছিয়ে থেকে তালিকায় চার নম্বরে রয়েছেন রশিদ খান। ইতিমধ্যেই টুর্নামেন্টে একটি হ্যাটট্রিক নিয়ে ফেলেছেন তারকা আফগান স্পিনার।
এদিকে, কেকেআরের (KKR) বিরুদ্ধে জোড়া উইকেট তুলে নিয়ে সর্বাধিক উইকেটশিকারিদের তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছেন সিএসকে-র পেসার তুষার দেশপাণ্ডে। ৭ ম্যাচের শেষে ১২ উইকেট তুষারের ঝুলিতে।
পার্পল ক্যাপের তালিকায় ছয় নম্বরে রয়েছেন মার্ক উড (১১ উইকেট)। রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী ও হর্ষল প্যাটেল যথাক্রমে সপ্তম থেকে দশম স্থানে রয়েছেন যে তালিকায়। প্রত্যেকেরই ঝুলিতে রয়েছে ১০ টি করে উইকেট। শুধুমাত্র ইকোনমি রেটের তারতম্যের জেরে অবস্থানগতভাবে আলাদা তাঁরা।
আরও পড়ুন- শীর্ষে ব্যবধান বাড়াচ্ছেন ফাফ, দুইয়ে উঠলেন কনওয়ে, ঝলকে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকা