IPL 2024: আইপিএল ২০২৪-র নিলাম আয়োজিত হবে দুবাইয়ে?
IPL 2024 Auction: ডিসেম্বরের ১৮ ও ১৯ তারিখ নাগাদ আইপিএলের নিলামটি আয়োজিত হতে পারে বলে খবর।
নয়াদিল্লি: রমরমিয়ে চলছে বিশ্বকাপের আসর। তবে এরই মাঝে পরের বছরের আইপিএলের (IPL 2024) প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে আসন্ন বছরের আইপিএল নিলামের (IPL 2024 Auction) আসর ভারতে নয়, বরং ভারতের বাইরেই বসবে। ছয়টি আইপিএল ফ্র্যাঞ্চাইজি জানুয়ারি-ফেব্রুয়ারিতে আয়োজিত দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ নিয়ে ব্য়স্ত থাকবে। এর পাশাপাশি মহিলাদের প্রিমিয়ার লিগের পাঁচ ফ্রাঞ্জাইজির মালিকরা সকলেই আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি নিয়ে ব্যস্ত থাকবে। সেই কারণেই আইপিএলের নিলাম দেশের বাইরে আয়োজন করার বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে।
গত বছর আইপিএলের নিলাম ডিসেম্বর মাসে আয়োজিত করা হয়েছিল। এবারের নিলামটিও সেই সময়েই আয়োজন করা হবে বলে খবর। সেটি দুবাইয়ে আয়োজিত হতে পারে। তবে মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামটি (WPL 2024 Auction) ভারতেই আয়োজিত হবে। সেটিও ডিসেম্বর মাসে আয়োজন হওয়ার কথা। যদিও আইপিএল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। তবে সপ্তাহের মাঝে হলেও, ১৮ বা ১৯ ডিসেম্বর এটি আয়োজিত হতে পারে বলে খবর।
গত বছর আইপিএলে কর্তৃপক্ষের তরফে ইস্তানবুলে নিলামের আয়োজন করা নিয়ে ভাবনাচিন্তা করা হয়েছিল। কিন্তু শেষমেশ কোচিতেই সেই নিলামের আয়োজন করা হয়েছিল। সেই কারণে দুবাইয়েই যে এই নিলাম আয়োজিত হতে চলেছে, এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে এই সম্ভাবনার বিষয়ে সকল ফ্র্যাঞ্চাইজিদের নাকী জানিয়ে দেওয়া হয়েছে।
নিলাম এখনও খানিক দূরে থাকলেও খেলোয়াড়দের ট্রেডিংয়ের উইন্ডো কিন্তু খোলা রয়েছে। অবশ্য এখনও পর্যন্ত কোনও দলের মধ্যেই কোনও খেলোয়াড়ের অদল বদল হওয়ার কথা ঘোষণা করা হয়নি। বড় নিলামের তিন বছর হয়ে যাওয়ায় এই বারের ট্রেডিংয়ে বড় কোনও নাম দলবদল ঘটান কিনা সেটাই দেখার বিষয়।
মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম ৯ ডিসেম্বর আয়োজিত হতে পারে। কানাঘুষো শোনা যাচ্ছে যে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে মহিলা প্রিমিয়ার লিগ আয়োজিত হতে পারে। কারণ ভারতীয় মহিলা ক্রিকেট দলের জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। গত বছর মুম্বইয়েই গোটা টুর্নামেন্টটি আয়োজিত হয়েছিল। এ বছরও তেমনটাই হবে না, ভিন্ন ভিন্ন শহরে এই টুর্নামেন্টের আসর বসবে, সেই নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বিশ্বকাপের টিকিট নিয়ে অসন্তোষের মধ্যেই সাধারণ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় খবর সিএবি-র