IPL 2024: ধোনির ডেরায় আজ প্রীতির পাঞ্জাবের লড়াই, কখন, কোথায় দেখবেন ম্য়াচ?
IPL 2024, CSK vs PBKS: অন্যদিকে অষ্টম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। এখনও পর্যন্ত সিএসকে চলতি মরশুমে নিজেদের পাঁচটি হোম ম্য়াচ খেলে মোট চারটি ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল।
চেন্নাই: আজ ঘরের মাঠে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। চলতি আইপিএলে দ্বিতীয়বার একই দলের বিরুদ্ধে টানা দু বার মাঠে নামতে চলেছে রুতুরাজ গায়কোয়াডের দল। আজ চিপকে নামবে সিএসকে। তিনদিন পর অ্যাওয়ে ম্য়াচে ফের পাঞ্জাবের মুখোমুখি হবে সিএসকে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে অষ্টম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। এখনও পর্যন্ত সিএসকে চলতি মরশুমে নিজেদের পাঁচটি হোম ম্য়াচ খেলে মোট চারটি ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল। তাই পাঞ্জাবের বিরুদ্ধে নিঃসন্দেহে চ্যালেঞ্জ আজ।
কাদের ম্যাচ?
আজ আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংসের ম্য়াচ রয়েছে
ম্য়াচটি চেন্নাইয়ের চিপকে খেলা হবে
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায়, টস তার ঠিক আধ ঘণ্টা আগে, সন্ধে ৭ টায়।
কোথায় দেখবেন?
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।
অনলাইন স্ট্রিমিং?
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই টুর্নামেন্ট।
এখনও পর্যন্ত ৯টি ম্য়াচ খেলে মোট পাঁচটি ম্য়াচ জিতেছে চেন্নাই। চারটি ম্য়াচ হেরেছে তারা। ১০ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে তারা। অন্যদিকে পাঞ্জাব কিংস ৯ ম্য়াচ খেলে এখনও পর্যন্ত ৩টি ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে।
কেমন পিচ?
শিশির একটা ফ্যাক্টর হতে পারে এই মাঠে। এই ম্যাচ যদিও নতুন পিচে খেলা হওয়ার কথা। সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে যেই পিচে খেলা হয়েছিল, তার তুলনায় অনেক শুকনো পিচ থাকতে পারে।
চেন্নাই সুপার কিংসের চিন্তর কারণ হতে পারে অজিঙ্ক রাহানের ফর্ম। তিনি এবারের মরশুমে একেবারেই ছন্দে নেই। রান পাননি গত কয়েকটি ম্য়াচে টানা। মাথিসা পাথিরানার ফিরে আসা কিন্তু চেন্নাইয়ের বোলিং লাইন আপকে অনেক শক্তিশালী করে দিয়েছে। মুস্তাফিজুর রহমন ও পাথিরানা জুটির বিরুদ্ধে খেলা যে কোনও ব্যাটিং লাইন আপের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
পাঞ্জাব শিবিরে মিডল অর্ডারে আশুতোষ শর্মা ও শশাঙ্ক সিংহ জুটি প্রতি ম্য়াচে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করে যাচ্ছেন। আজ শিখর ধবন ফিরলে অবশ্য প্রভসিমরন সিংহকে হয়ত বসতে হবে। বোলিং লাইন আপে রাবাডার সঙ্গে রয়েছেন অর্শদীপ সিংহ। তবে পাঞ্জাবের এই মরশুমের প্রধান বোলার হর্ষল পটেল।