IPL 2024: দেড়শো কিমির বেশি গতিতে বল, অভিষেকেই ময়ঙ্কের ৩ উইকেট, পাঞ্জাবকে ২১ রানে হারিয়ে দিল লখনউ
IPL 2024, LSG vs PBKS: নিজের প্রথম আইপিএল ম্য়াচ খেলতে নেমেছিলেন। আর নেমেই নিজের চার ওভারের স্পেলে মাত্র ২৭ রান খরচ করে তুলে নিলেন প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ ৩ উইকেট।
![IPL 2024: দেড়শো কিমির বেশি গতিতে বল, অভিষেকেই ময়ঙ্কের ৩ উইকেট, পাঞ্জাবকে ২১ রানে হারিয়ে দিল লখনউ IPL 2024: Lucknow Super Giants beat Punjab Kings by 21 run get to know IPL 2024: দেড়শো কিমির বেশি গতিতে বল, অভিষেকেই ময়ঙ্কের ৩ উইকেট, পাঞ্জাবকে ২১ রানে হারিয়ে দিল লখনউ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/30/b07eb8132133d62e7dfb22c6359535e11711821587673206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লখনউ: ঘরের মাঠে এবারের আইপিএলে (IPL 2024) নিজেদের প্রথম জয়ের খোঁজে নেমেছিল লখনউ সুপারজায়ান্টস (Lucknow Supergiants)। সমর্থকদের হতাশ করল না লখনউ শিবির। পাঞ্জাব কিংসকে (Punjab Kings) ২১ রানে হারিয়ে দিল তারা। আর এই জয়ের মুখ্য কারিগর হয়ে গেলেন ২১ বছরের এক নবাগত পেসার। যার আগুনে গতির সামনে কুপােকাত হল পাঞ্জাবের টপ অর্ডার। তিনি ময়ঙ্ক যাদব। নিজের প্রথম আইপিএল ম্য়াচ খেলতে নেমেছিলেন। আর নেমেই নিজের চার ওভারের স্পেলে মাত্র ২৭ রান খরচ করে তুলে নিলেন প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ ৩ উইকেট। ২০০ রান তাড়া করতে নেমে পাঞ্জাব কিংসের ইনিংস শেষ হয়ে যায় নির্ধারিত ২০ ওভারে ১৭৮/৫ স্কোরে।
View this post on Instagram
রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্ম ব্যাটিং শুরু করেন পাঞ্জাব কিংসের ২ ওপেনার শিখর ধবন ও জনি বেয়ারস্টো। চলতি আইপিএলে প্রথম কোনও ওপেনিং জুটি ১০০-র বেশি রান বোর্ডে তুলে দিয়েছিল। একটা সময় মনে হয়েছিল যে ম্য়াচ বোধহয় পাঞ্জাব হেসেখেলে জিতে যাবে। কিন্তু সেখানেই বাধা হয়ে দাঁড়িয়ে যান ময়ঙ্ক যাদব। বেস প্রাইস মাত্র ২০ লক্ষ টাকা দিয়ে তাঁকে দলে নিয়েছিল লখনউ সুপারজায়ান্টস। আর আজকের ম্য়াচের পর পরবর্তী নিলাম হলে ময়ঙ্কের বেস প্রাইস কিন্তু আকাশছোঁয়া হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ভারতীয় ক্রিকেটে এত দ্রুত গতির বল আর কেউ এখনও পর্যন্ত করেছেন কি না জানা নেই। এদিন নিজের চার ওভারের স্পেলে ২৭ রান খরচ করে ৩ উইকেট নিলেন। দ্রুততম বল ১৫৬ কিমি প্রতি ঘণ্টা। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলটি করেছিলেন তিনি। আর সবচেয়ে বড় কথা ২৪টি বলের মধ্য়ে কোনও বলই ১৪০-র কম গতিতে করেননি তিনি। এছাড়াও ১৫২, ১৫৪, ১৫৫ কিমি গতিতেও অনেকগুলো বল করেছেন। একে একে তিনি ফিরিয়ে দেন বেয়ারস্টো (৪২), প্রভসিমরন (১৯) ও জিতেশ শর্মা (৬)-কে। শিখর ধবন ৭০ রান করলেও ম্য়াচ বাঁচাতে পারেননি। এদিন চোট নিয়েই নেমেছিলেন লিয়াম লিভিংস্টোন। তিনি অপরাজিত থাকেন ১৭ বলে ২৮ রান করে। স্যাম কারান খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন। আকাশ ছাড়া লখনউ সুপারজায়ান্টসের মহসিন খান ২ উইকেট নেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)