IPL 2024: সেদিন মাঠেই কেঁদে ফেলেছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন শপথ নিলেন সিরাজ
Mohammed Siraj On T20 World Cup: যশপ্রীত বুমরার বুকে মুখ লুকিয়ে কাঁদছিলেন। কেরিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে নেমে স্বপ্নভঙ্গ হয়েছিল তাঁর। কিন্তু তা এখন অতীত।
বেঙ্গালুরু: ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে (ODI World Cup 2024) হারের পর মাঠেই কেঁদে ফেলেছিলেন তিনি। যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) বুকে মুখ লুকিয়ে কাঁদছিলেন। কেরিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে নেমে স্বপ্নভঙ্গ হয়েছিল মহম্মদ সিরাজের (Mohammed Siraj)। কিন্তু তা এখন অতীত। এবার সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। ভারতীয় দলে রয়েছেন তিনিও। আরসিবির জার্সিতে চলতি আইপিএল ে(IPL 2024) আহমরি পারফর্ম করতে না পারলেও বিশ্বকাপের মঞ্চ থেকে ট্রফি জিততে মরিয়া ডানহাতি এই পেসার। তার জন্য নিজেকে পুরো নিংড়ে দিতে চান সিরাজ।
আগামী ১ জুন থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পডকাস্টে সিরাজ বলেন, ''এটা আমার কাছে বিশাল গর্বের। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়া ভাগ্যের ব্য়াপার। প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন থাকে যে দেশের জার্সিতে খেলা ও বিশেষ করে বিশ্বকাপ খেলা। প্রত্যেক সকালে আমি ঘুম থেকে উঠি ও একটাই বিষয় ভাবি যে বিশ্বকাপ ট্রফি তুলতে পারব।"
View this post on Instagram
দেশের জার্সিতে এখনও পর্যন্ত মোট ১০টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলতে নেমে ১২ উইকেট ঝুলিতে পুরেছেন সিরাজ। সেরা বোলিং ফিগার ১৭/৪। চলতি আইপিএলে এখনও পর্যন্ত খুব একটা ভাল পারফর্ম করতে পারেননি সিরাজ। এখনও পর্যন্ত ১০ ম্য়াচ খেলে আট উইকেট নিয়েছেন সিরাজ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ এ-তে রয়েছে ভারতীয় দল। একই গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র।
ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল ভারতীয় দলের। ভারতীয় দল যখন বোলিং করছিল, তখন শেষ ওভারটি করছিলেন সিরাজই। তাঁর ওভারেই জয়সূচক রানটি আসে অস্ট্রেলিয়ার। এরপরই অস্ট্রেলিয়ার প্লেয়ারদের উল্লাস ও সিরাজের চোখে জল সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। এবার তাই আর কোনও ভুল করতে চান না সিরাজ। আইপিএলের আরসিবির জার্সিতে বাকি ম্য়াচগুলোয় ভাল পারফর্ম করার সঙ্গে সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করতে মুখিয়ে আছেন ডানহাতি এই পেসার।