MI vs GT: হার্দিকের মুম্বই না গিলের গুজরাত, আজ আমদাবাদে কোন দল শেষ হাসি হাসবে?
IPL 2024: আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই ম্য়াচে মুখোমুখি হবে দুটো দল। হার্দিক গত দুটো মরশুমে গুজরাত টাইটান্সের অধিনায়ক ছিলেন।
আমদাবাদ: আজ আইপিএলে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্স। হার্দিক পাণ্ড্যের (Hardik Pandya) নেতৃত্বে খেলতে নামবে মুম্বই শিবির। অন্য়দিকে গুজরাত টাইটান্স শুভমন গিলের (Subhman Gill) নেতৃত্বে খেলতে নামবে। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই ম্য়াচে মুখোমুখি হবে দুটো দল। হার্দিক গত দুটো মরশুমে গুজরাত টাইটান্সের অধিনায়ক ছিলেন। এবার নিজের পুরনো দলে ফিরে এসেছেন মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে এসেছেন তিনি। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়ক নির্বাচিত করা হয়েছে।
কাদের ম্যাচ?
আইপিএলে আজ মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে গুজরাত টাইটান্স
ম্য়াচটি আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায়। তার ৩০ মিনিট আগে টস আয়োজিত হবে
কোথায় দেখবেন?
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।
অনলাইন স্ট্রিমিং?
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই সিরিজ়।
২০২২ সালে প্রথমবার আইপিএলের মঞ্চে পা রেখেছিল গুজরাত শিবির। সেবারই খেতাব জিতে নেয় তারা। এখনও পর্যন্ত ২ বছরে মোট চারবার দুটো দল পরস্পর মুখোমুখি হয়েছে। হার্দিক যখন গুজরাত শিবিরের অধিনায়ক ছিলেন, তখন রোহিতের নেতৃত্বেই খেলেছিল মুম্বই। চারবারের সাক্ষাতে ২ বার হার্দিক জিতেছিলেন, ২ বার রোহিতের দল।
২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্স পাঁচ রানে হারিয়ে দিয়েছিল গুজরাত শিবিরকে। ২০২৩ সালে তিনবার মুখোমুখি হয় দুটো দল। গুজরাত টাইটান্স একটি ম্য়াচে ৬২ রানে ও একটি ম্য়াচে ৬৫ রানে জয় ছিনিয়ে নেয়। মুম্বই অন্য একটি ম্য়াচে ২৭ রানে জয় ছিনিয়ে নেয়।
View this post on Instagram
রোহিত শর্মা গত ১০ বছরে প্রথম বার নেতৃত্বের ব্যাট ছাড়া আইপিএলে খেলতে নামছেন। নিলামের সময় থেকেই হার্দিককে অধিনায়ক করা নিয়ে সোস্যাল মিডিয়ায় অনেক ঝড় উঠেছিল। আজ আমদাবাদের মাঠে যখন টস করতে নামবেন বঢোদরার অলরাউন্ডার, তখনও যে বাড়তি চাপে থাকবেন তা বলাই বাহুল্য। বুমরা ফিরেছেন এবার মুম্বই শিবিরে। নিঃসন্দেহে দলের বোলিং লাইন আপ অনেক বেশি শক্তিশালী হবে।
অন্য়দিকে গুজরাত শিবিরে গিলের নেতৃত্বে খেলতে নামবে। শামি নেই এবার। কিন্তু রশিদ খান রয়েছেন। মোহিত শর্মার অভিজ্ঞতা বাড়তি সম্পদ হবে দলের।