Mustafizur Rahman: চেন্নাই সমর্থকদের জন্য সুখবর, মুস্তাফিজুরকে আরও এক ম্যাচ খেলার অনুমতি বাংলাদেশ বোর্ডের
IPL 2024: মুস্তাফিজু়র রহমান (Mustafizur Rahman) কতদিন আইপিএলে (IPL 2024) খেলতে পারবেন? চেন্নাই সুপার কিংসের (CSK) সমর্থকেরাও উত্তরের জন্য মুখিয়ে রয়েছেন।
চেন্নাই: মুস্তাফিজু়র রহমান (Mustafizur Rahman) কতদিন আইপিএলে (IPL 2024) খেলতে পারবেন? চেন্নাই সুপার কিংসের (CSK) সমর্থকেরাও উত্তরের জন্য মুখিয়ে রয়েছেন। এমনিতেই ভিসা জটে দেশে ফিরতে হয়েছিল বাঁহাতি পেসারকে। তাই মাঝে সিএসকে-র হয়ে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি ফিজ়। বাংলাদেশের হয়ে খেলতেও দেশে ফিরতে হবে তাঁকে। আইপিএলে কতদিন দেখা যাবে মুস্তাফিজ়ুরকে?
বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজ়ুরের আইপিএল খেলার জন্য এনওসি একদিন বাড়িয়েছে। প্রথমে ঠিক ছিল ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন তিনি। তবে বিসিবি তাঁর আইপিএল খেলার মেয়াদ বাড়িয়ে ১ মে পর্যন্ত করেছে। ১৯ ও ২৩ এপ্রিল লখনউ সুপার জায়ান্টস, ২৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ও ১ মে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন বাঁহাতি পেসার।
সব কিছু ঠিক থাকলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সেই ম্যাচটি খেলে ২ মে বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজুর। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের জন্যই আইপিএলের মাঝপথে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশের তারকা পেসারকে। ২৮ এপ্রিল বাংলাদেশে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে জিম্বাবোয়ে ক্রিকেট দল। ৩ মে সিরিজের প্রথম ম্যাচ। ১২ মে পর্যন্ত চলবে বাংলাদেশ বনাম জিম্বাবোয়ে সিরিজ। ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের চারটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচই হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। তারপরই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
Breaking the El Clasico down on the momentum shifts and the pivot points, the homeboy Shardul reviews the MIvCSK game. #MIvCSK #WhistlePodu #Yellove @GulfOilIndia pic.twitter.com/vzIdth7IyC
— Chennai Super Kings (@ChennaiIPL) April 16, 2024
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনের ডেপুটি ম্যানেজার শাহরিয়র নাফিস বলেছেন, 'আমরা মুস্তাফিজুরকে আইপিএল খেলার জন্য ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছিলাম। তবে যেহেতু চেন্নাই সুপার কিংসের ১ মে ম্যাচ রয়েছে, তাই সিএসকে ও ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধে ওর ছুটি আরও একদিন বাড়ানো হল।'
আরও পড়ুন: কলকাতায় নতুন ফুটবল ক্লাব, প্রো টি-টোয়েন্টিতে চূড়ান্ত দুই দল, আইপিএলের স্পেশ্যাল মেন্যু
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।