IPL 2024 Orange Cap: দল প্লে অফের দৌড় থেকে ছিটকে গেলেও অরেঞ্জ ক্যাপ কোহলির মাথায়, দৌড়ে আর কারা?
IPL 2024: আইপিএল (IPL) মাঝগগনে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে অরেঞ্জ ক্যাপ নিয়ে।
কলকাতা: আইপিএল (IPL) মাঝগগনে। পয়েন্ট টেবিলে চলছে সাপলুডোর খেলা। কোন চার দল প্লে অফের টিকিট পাবে, তা নিয়ে চলছে বিভিন্ন অঙ্ক। একমাত্র দল হিসাবে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গিয়েছে অরেঞ্জ ক্যাপ নিয়েও। আপাতত যা রয়েছে বিরাট কোহলির দখলে। তবে তাড়া করছেন ট্র্যাভিস হেড।
আইপিএলে (IPL 2024) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) হেরেই চলেছে। আট ম্যাচের মধ্যে সাতটিতে পরাস্ত আরসিবি। প্লে অফের দৌড় থেকেও ছিটকে গিয়েছেন ফাফ ডুপ্লেসিরা। তবে দুরন্ত ছন্দে রয়েছেন দলের সেরা মুখ বিরাট কোহলি (Virat Kohli)। টুর্নামেন্ট শুরুর আগে যিনি দীর্ঘদিন মাঠের বাইরে কাটিয়েছিলেন। আইপিএল (IPL Orange Cap) গ্রহে পা রেখেই ব্যাট হাতে সেই পুরনো জৌলুস দেখাচ্ছেন কিংগ কোহলি। রবিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ক্রিজে জমে গিয়েও বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়ে যান কোহলি। তবে চলতি আইপিএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ স্কোরার তিনিই।
সপ্তদশ আইপিএলে এখনও পর্যন্ত দুর্দান্ত কিছু ব্যাটিং বিস্ফোরণ দেখা গিয়েছে। প্রথমে চিন্নাস্বামী, পরে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) - দুবার এক ম্যাচে দুটি করে সেঞ্চুরির রেকর্ড হয়েছে। চিন্নাস্বামীতে কোহলির সেঞ্চুরির জবাবে পাল্টা শতরান করেছিলেন জস বাটলার। ইডেনেও সুনীল নারাইনের সেঞ্চুরির পর ম্যাচ জেতানো শতরান করেন বাটলার। অরেঞ্জ ক্যাপ নিয়েও চলছে বেশ কয়েকজন ক্রিকেটারের মধ্যে জোর টক্কর।
কী এই অরেঞ্জ ক্যাপ? আইপিএলের জন্মলগ্ন থেকে টুর্নামেন্টের সেরা ব্যাটার ও বোলারকে স্বীকৃতি দেওয়ার অভিনব এক উদ্যোগ নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীকে দেওয়া হয় এই অরেঞ্জ ক্যাপ। প্রত্যেক ম্যাচের পর তা বদলেও যেতে পারে। অর্থাৎ, যখন যে দলের ক্রিকেটারের নামের পাশে সবচেয়ে বেশি রান থাকবে, তিনিই সেই মুহূর্তে পেয়ে যাবেন অরেঞ্জ ক্যাপ। একই ভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিকে দেওয়া হয় পার্পল ক্যাপ। তাঁর সাফল্যের স্বীকৃতি হিসাবে।
চলতি আইপিএলে ৮ ম্যাচে ৩৭৯ রান করেছেন আরসিবি মহাতারকা কোহলি। একটি সেঞ্চুরি, জোড়া হাফসেঞ্চুরি তাঁর। ৬ ম্যাচে ৩২৪ রান করে তালিকায় দুইয়ে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের ট্র্যাভিস হেড। অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিনে রয়েছেন রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ। ৭ ম্যাচে ৩১৮ রান করেছেন তিনি। ৮ ম্যাচে ২৯৮ রান করে তালিকায় চারে গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিল। ৭ ম্যাচে ২৯৭ রান করে মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা রয়েছেন তালিকার পাঁচে। শেষ পর্যন্ত অরেঞ্জ ক্যাপ থাকবে কার ঝুলিতে?
আরও পড়ুন: লন্ডনে লোকাল ট্রেনে অফিস যাতায়াত করেন সৌরভ-কন্যা, আমিষ খাওয়া ছেড়েছেন সানা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।