(Source: Poll of Polls)
IPL 2024: শূন্য রানে আউট ধোনি, দুবে, চাহার, হর্ষলদের দুরন্ত বোলিংয়ে নাস্তানাবুদ সিএসকে
CSK vs PBKS: খাতাই খুলতে পারলেন না। আইপিএলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৬৭/৯ বোর্ডে তুলতে পারল চেন্নাই সুপার কিংস।
ধর্মশালা: তিনি নামলেন। গোটা মাঠ চিরাচরিতভাবে চিৎকার করছিল। ধর্মশালার মাঠের পাহাড়ের চূড়া পর্যন্ত হয়ত শোনা যাবে সেই শব্দব্রহ্ম। কিন্তু আচমকাই তা থেমে গেল। মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) মাঠে নামলেন। কিন্তু প্রথম বলেই বোল্ড হয়ে গেলেন। খাতাই খুলতে পারলেন না। আইপিএলে পাঞ্জাব কিংসের(Punjab Kings) বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৬৭/৯ বোর্ডে তুলতে পারল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। রান পেলেন না দলের এই মুহূর্তে সবচেয়ে দুরন্ত ফর্মে থাকা ব্যাটার শিবম দুবেও। শূন্য় রানেই প্যাভিলিয়নে ফিরলেন তিনিও। পাঞ্জাবের বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলার রাহুল চাহার ও হর্ষল পটেল। ২ জনেই তিনটি করে উইকেট নেন। ২ উইকেট নেন অর্শদীপ সিংহ। ১ উইকেট নেন স্যাম কারান।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক স্যাম কারান। সিএসকে শিবিরে একটি পরিবর্তন করা হয়েছিল। দলে এসেছিলেন মিচেল স্যান্টনার। ওপেনিংয়ে রুতুরাজ গায়কোয়াড ও অজিঙ্ক রাহানে নেমেছিলেন এদিনও। চলতি আইপিএলে একদমই ভাল ফর্মে নেই রাহানে। এদিনও তার ব্যক্তিক্রম হল না। ৯ রান করে অর্শদীপের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন ডানহাতি ব্যাটার। রাবাডার শর্ট মিড উইকেটে দুরন্ত লো ক্যাচ ধরেন। এরপর মিচেল ও রুতুরাজ মিলে কিছুটা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেছিলেন। ৫৭ রানের পার্টনারশিপ গড়েন তাঁরা। কিন্তু রাহুল চাহার আক্রমণে আসতেই উইকেট হারায় সিএকে। ৩২ রান করে প্যাভিলিয়নে ফেরেন সিএসকে অধিনায়ক। খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন শিবম দুবেও। মঈন আলি ১৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ১১ রান করেন মিচেল স্যান্টনার। ১৭ রানের ক্যামিও ইনিংস খেলেন শার্দুল ঠাকুর। তিনি আউট হওয়ার পরই ধোনি মাঠে নামেন। কিন্তু এদিন সমর্থকদের হতাশ করলেন তাঁদের প্রিয় 'থালা'। নিজের প্রথম বলেই হর্ষল পটেলের ইয়র্কারে বোল্ড হয়ে যান এমএসডি। শেষবেলায় কিছুটা লড়াই দিলেন রবীন্দ্র জাডেদা। নইলে দলের স্কোর দেড়শোর গণ্ডিও হয়ত পেরত না। তিনটি বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে ২৬ বলে ৪৩ রানের ইনিংস খেলে আউট হন অভিজ্ঞ অলরাউন্ডার।
রাহুল চাহার তার চার ওভারের স্পেলে মাত্র ২৩ রান খরচ করেন। হর্ষল পটেল মাত্র ২৪ রান খরচ করেন। রাবাডা ৩ ওভারে ২৪ রান খরচ করলেও কোনও উইকেট পাননি।