SRH vs PBKS Innings Highlights: ভয়ডরহীন ক্রিকেট খেলে বড় স্কোর পাঞ্জাবের, হায়দরাবাদের সামনে ২১৫ রানের চ্যালেঞ্জ
IPL 2024: হায়দরাবাদের বিরুদ্ধে কি না ব্যাট হাতে তাণ্ডব চালালেন প্রভশিমরন সিংহ, অথর্ব তাইডে, রিলি রুসৌরা। হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস তুলল ২১৪/৫।
হায়দরাবাদ: ম্যাচ শুরু হওয়ার আগেই পাঞ্জাব কিংসের (SRH vs PBKS) এই ম্যাচের অধিনায়ক জিতেশ শর্মা (Jitesh Sharma) ঘোষণা করেছিলেন, আমাদের কিছু হারানোর নেই। ভয়ডরহীন ক্রিকেট খেলব।
ম্যাচে দেখা গেল, জিতেশের কথার নির্যাস প্রতিফলিত হল পাঞ্জাব কিংসের খেলায়। হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন জিতেশ। আর শুরু থেকে পাঞ্জাব ব্যাটিংয়ের (IPL 2024) একটাই মন্ত্র বারবার উচ্চারিত হল। আক্রমণ, আগ্রাসন।
সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা চলতি আইপিএলে হইচই ফেলে দিয়েছেন। বিশেষ করে ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার ওপেনিং জুটি। যে জুটিকে সকলে ডাকছেন ট্র্যাভিষেক নামে। সেই হায়দরাবাদের বিরুদ্ধে কি না ব্যাট হাতে তাণ্ডব চালালেন প্রভশিমরন সিংহ, অথর্ব তাইডে, রিলি রুসৌরা। হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস তুলল ২১৪/৫।
দুই যুযুধান দলের অবস্থান সম্পূর্ণ ভিন্ন দুই মেরুতে। পাঞ্জাব কিংস আগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। অন্যদিকে, আগেই প্লে অফের টিকিট নিশ্চিত করে ফেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। নিজামের শহরকে ট্রফি জয়ের অন্যতম দাবিদারও মনে করা হচ্ছে। পাঞ্জাব কিংসের কাছে রবিবারের ম্যাচে নতুন করে কিছু প্রমাণ করার না থাকলেও, হায়দরাবাদের কাছে এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। কারণ, এই ম্যাচের ওপর অনেকটাই নির্ভর করে রয়েছে প্যাট কামিন্সরা পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে শেষ করে কোয়ালিফায়ার ওয়ানের যোগ্যতা অর্জন করবেন কি না।
১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকায় তিন নম্বরে রয়েছে হায়দরাবাদ। পাঞ্জাবকে হারালে তারা ১৭ পয়েন্টে শেষ করবে। পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসবে হায়দরাবাদ। রবিবার রাতের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স যদি রাজস্থান রয়্যালসকে হারিয়ে দেয়, তাহলেই দুইয়ে থেকে শেষ করবে হায়দরাবাদ। কোয়ালিফায়ার ওয়ানে তাদের খেলাও নিশ্চিত হয়ে যাবে।
পাঞ্জাবের ওপেনিং জুটি ৯.১ ওভারে ৯৭ রান তুলে দেয়। তাইডে ২৭ বলে ৪৬ রান করে ফিরলেও, বিধ্বংসী ইনিংসে বিরাম ছিল না প্রভশিমরনের। ৪৫ বলে ৭১ করেন তিনি। তিন নম্বরে নেমে ২৪ বলে ৪৯ করেন রুসৌ। যিনি একমাত্র বিদেশি হিসাবে রয়েছেন পাঞ্জাবের একাদশে। স্যাম কারান, জনি বেয়ারস্টোরা দেশে ফিরে গিয়েছেন। সেই কারণেই জিতেশ নেতৃত্ব দিচ্ছেন এই ম্যাচে। অঘটন ঘটাতে পারবে পাঞ্জাব?
আরও পড়ুন: ইডেনে আইপিএলের শেষ ম্যাচের পরই বাংলার ক্রিকেটে আচমকা পদত্যাগের ঢল
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।