IPL 2024: গ্যালারিতে বসে তরুণী, মাঠ থেকেই তাঁর চোখে চোখ রেখে মুখে হাসি নারাইনের, এ কী হল!
Sunil Narine: সেখানে দেখা যাচ্ছে যে ব্যাটিংর ফাঁকে পায়ে একটু ক্র্যাম্প হওয়ায় ফিজিওর শ্রুশ্রুষা নিচ্ছিলেন ক্যারিবিয়ান তারকা। সেই সময় মাঠেই ক্রিজের পাশে শুয়ে ছিলেন তিনি।
কলকাতা: আজ ইডেনে রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমেছে কেকেআর। সেই ম্য়াচে সুনীল নারাইন ব্যাট হাতে খুব বড় ইনিংস খেলতে পারেননি। তবে আগের ম্য়াচে এই ইডেনেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রাজস্থান রয়্যালস। ম্য়াচ জেতাতে পারেননি যদিও। কিন্তু সেই ম্য়াচের একটি ক্লিপ ছড়িয়েছে সোশ্য়াল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে যে ব্যাটিংর ফাঁকে পায়ে একটু ক্র্যাম্প হওয়ায় ফিজিওর শ্রুশ্রুষা নিচ্ছিলেন ক্যারিবিয়ান তারকা। সেই সময় মাঠেই ক্রিজের পাশে শুয়ে ছিলেন তিনি। সেই সময় হঠাৎ ডানদিকে তাকান নারাইন। এরপরই হালকা হাসি দেখা যায় নারাইনের মুখে। যা রীতিমত বিরল। কারণ এত বছর ধরে ক্রিকেট খেলছেন নারাইন। কোনও সময়ই কোনও সময়ই দেখা যায়নি যে উইকেট পাওয়ার পর বা রান করে বেশি উচ্ছ্বসিত হতে। কিন্তু নারাইনের মুখে এই বিরল হাসি দেখেই এই ক্লিপটিকে এডিট করা হয়েছে।
Sunil Narine caught 'smiling'😲 pic.twitter.com/P2V6oAtD3m
— Sanat Prabhu (@TheCovertIndian) April 19, 2024
ফেসবুকে ছড়িয়ে পড়েছে সেই এডিট হওয়া ক্লিপটি। সেখানে গ্যালারিতে একজন তরুণী নারাইনের দিকে তাকিয়ে বলছেন, ''সুনীল সুনীল...'' এরপরই থাম্বস আপ দেখাচ্ছেন। আর ব্যাকগ্রাউন্ডে গান ভাসছে 'পেহলা নাশা'। ভিডিও ক্লিপটি এডিট করা হলেও সোশ্য়াল মিডিয়ায় এখন ট্রেন্ডিংয়ে এই ভিডিওটিই। সোশ্য়াল মিডিয়ায় এই ভিডিও ক্লিপটি প্রায় দেড় লক্ষের ওপর ভিউ পেয়েছে এখনও পর্যন্ত। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই মুহূর্তটিকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে মন্তব্য করেছেন।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমে সুনীল নারাইন ৫৬ বলে ১০৯ রানের ইনিংস খেলেন। সেই ম্য়াচে প্রথমে ব্যাটিং করতে নেমে কেকেআর বোর্ডে তুলে নিয়েছিল ৬ উইকেট হারিয়ে ২২৩। জবাবে রান তাড়া করতে নেমে প্রথম ১৫ ওভার পর্যন্ত চাপে ছিল রাজস্থান। কিন্তু সেখান থেকেই তাঁদের ম্য়াচে ফিরিয়ে নিয়ে আসেন জস বাটলার। শেষদিকে একেবারে একার ক্ষমতায় দলকে জিতিয়ে দেন ইংরেজ তারকা। ৬০ বল ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেন বাটলার। ম্য়াচে শেষ পাঁচ ওভারে আশির কাছাকাছি রান তুলে নেন বাটলার। এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট টেবিলেও শীর্ষে রয়েছে রাজস্থান শিবির। তারা এখনও পর্যন্ত মাত্র ১টি ম্য়াচে হেরেছে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে সেই ম্য়াচে হারতে হয়েছিল রাজস্থান। কেকেআর চেন্নাইয়ের পর রাজস্থানের বিরুদ্ধেও হেরে গিয়েছিল। যদিও আজ আরসিবির বিরুদ্ধে কেকেআর ঘরের মাঠে জেতে কি না তা দেখার।