IPL 2024: সেই চেনা স্যুইং, চেনা ছন্দ, ইডেনে নাইটদের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে নেটে স্বমহিমায় ভুবি
Bhuvneshwar Kumar : তার আগে ইডেনের নেটে গা ঘামাতে দেখা গেল ভুবনেশ্বরকে। সেই চেনা স্যুইং দেখা গেল ডানহাতি অভিজ্ঞ পেসারের। ২০১৩ সালে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেন ভুবি।
কলকাতা: দেশের জার্সিতে একটা সময় তিনি ছিলেন অটোমেটিক চয়েস। পেস বোলিং বিভাগে বুমরা, সিরাজদের আসার আগে শামির সঙ্গে জুটি বেঁধে দেশকে অনেক ম্য়াচ জিতিয়েছেন। এখন তিনি জাতীয় দলের গ্রহের বাইরে। কিন্তু আইপিএলের (IPL 2024) মঞ্চে এখনও ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) তাঁর স্যুইং দিয়ে প্রতিপক্ষ ব্যাটারকে ঘায়েল করতে পারদর্শী। আগামীকাল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে। তার আগে ইডেনের নেটে গা ঘামাতে দেখা গেল ভুবনেশ্বরকে। সেই চেনা স্যুইং দেখা গেল ডানহাতি অভিজ্ঞ পেসারের। ২০১৩ সালে সানরাইজার্স হায়দরাবাদে (Sunriders Hyderabad) যোগ দেন ভুবি। এরপর থেকে এই দলের সর্বোচ্চ উইকেট শিকারিও হয়ে গিয়েছেন তিনিই।
View this post on Instagram
দেখতে দেখতে ১১ তম মরশুমে সানরাইজার্সের হয়ে মাঠে নামতে চলেছেন ভুবি। এবার প্যাট কামিন্সের অধিনায়কত্বে খেলতে নামবেন তিনি। অর্থাৎ বোলিং বিভাগে ভুবির ওপেনিং পার্টনারও হতে চলেছেন কামিন্সই। গত মরশুমে এইডেন মারক্রামের অধীনে খেলেছিলেন। এবার কামিন্সের নেতৃত্বে খেলবেন। গত মরশুম পর্যন্ত ব্রায়ান লারা ছিলেন দলের সঙ্গে যুক্ত। এবার ড্যানিয়েল ভেত্তোরি যোগ দিয়েছেন দলের সঙ্গে।
সানরাইজার্স হায়দরাবাদ এখনও পর্যন্ত কেকেআরের বিরুদ্ধে মোট ২৫টি ম্য়াচ খেলেছে। তার মধ্যে ১৬টি ম্য়াচ জিতেছে নাইট শিবির। ৯টি ম্য়াচ জিতেছে কমলা ব্রিগেড। শেষ বার গত মরশুমে যে ম্য়াচ হয়েছিল, তাতে একটি ম্য়াচ সানরাইজার্স ও একটি ম্য়াচ কেকেআর জিতেছিল।
এদিকে, ইডেনে শনিবার ম্য়াচ দেখতে আসা ক্রিকেট সমর্থকদের জন্য সুখবর, মাঠে আসতে পারেন শাহরুখ খান। তিনি আগাম জানিয়ে দিয়েছেন যে মাঠে আসছেন। আইপিএলে টানা দশ বছর ট্রফি হীন কেকেআর। সেই কবে ২০১৪ সালে ট্রফি এসেছিল গৌতম গম্ভীরের নেতৃত্বে। তারপর থেকে সঙ্গী শুধু হতাশাই। এমনকী, দলের ধারাবাহিক ব্যর্থতায় তিনি, প্রবল ইতিবাচক মানুষ শাহরুখও যেন দূরে সরেছিলেন। গত আইপিএলেও সব ম্যাচে ইডেনে আসেননি। এবার অবশ্য প্রিয় গৌতি ফিরেছে কেকেআর টিমের মেন্টর হিসেবে। সেই মানুষটাই প্রথমবার আইপিএলে জয়ের স্বাদ এনে দিয়েছিল নাইট শিবিরকে।
আরও পড়ুন: আইপিএলের ১৭ তম মরশুমের ঢাকে কাঠি পড়ল, আজ ২২ গজে ধোনি-বিরাট ডুয়েল