(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2024: মেজাজ হারালেন ধোনি! কার দিকে ছুড়ে মারলেন বোতল?
MS Dhoni: আইপিএলে খেলছেন ধোনি। চলতি মরশুম শুরুর আগেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলছেন তিনি। নেতৃত্বভার সামলাচ্ছেন রুতুরাজ গায়কোয়াড।
চেন্নাই: বিশ্ব ক্রিকেটে তিনি ক্যাপ্টেন কুল বলে পরিচিত। তাঁর বরফ শীতল মস্তিষ্ক নিয়ে চর্চা প্রতিনিয়ত। খেলার মাঠের উত্তেজনা কোনওদিনই প্রভাব ফেলতে পারেনি খুব একটা তাঁকে। কিন্তু তিনিও তো রক্ত মাংসের মানুষ। তাঁরও মাথায় গরম হয়, তাঁর মেজাজ বিগড়ে যায় মাঝে মাঝে। মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) রেগে যাচ্ছেন, এমন ছবি খুব একটা দেখতে পাওয়া না গেলেও সম্প্রতি একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে ধোনিও মেজাজ হারিয়েছেন। এমনকী কারও দিকে বোতল ছুড়ে মারতেও দেখা গিয়েছে ২ বারের বিশ্বকাপয়ী প্রাক্তন ভারত অধিনায়ককে (EX Indian Circket Team Capitan)।
আইপিএলে খেলছেন ধোনি। চলতি মরশুম শুরুর আগেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলছেন তিনি। মঙ্গলবার লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ম্য়াচ ছিল সিএসকের। সেই ম্যাচের মাঝেই ড্রেসিংরুমে ক্যামেরা ধোনির দিকে তাক করলে দেখা যায় যে কারও দিকে বোতল ছুড়ে মারার ইঙ্গিত করছেন মাহি।
Dhoni throwing bottle 🤣#CSKvsLSG pic.twitter.com/orBVvBixkG
— Ankur #RR (@ankurumm) April 23, 2024
সিএসকের ব্য়াটিং চলছিল সেই সময়। ক্রিজে ছিলেন রুতুরাজ ও দুবে। সিএসকের ইনিংসের ১৭ তম ওভারের প্রথম বলের সময়ই ক্যামেরা ধোনির দিকে তাক করে। কেউ আউট হলে ধোনি নামবেন কি না, তার আন্দাজ পেতেই ধোনিকে বারবার দেখানো হচ্ছিল। সেই সময়ই দেখা যায় যে হাতে একটি বোতল ছিল ধোনি, যা তিনি ছুড়ে মারতে চেয়েছিলেন। দেখে যা মনে হল যে ক্যামেরাম্য়ানের দিকেই বোতলটি ছুড়ে মারতে চেয়েছিলেন তিনি।
একটা সাদামাটা জীবন বরাবরই পছন্দ করেন ধোনি। কিন্তু তিনি মহেন্দ্র সিংহ ধোনি। তাই ক্যামেরা তো তাঁকেই তাক করবে। কিন্তু গতকাল ক্যামেরা দেখে কিছুটা রেগেই যান ধোনি। এরপর শিবম দুবে রান আউট হওয়ার পর ক্রিজে ব্যাট করতে নেমেছিলেন ধোনি ২ বলের জন্য। ইনিংসের একদম শেষ বলটি খেলার সুযোগ পেয়েছিলেন ধোনি। বাউন্ডারি হাঁকান তিনি।
ম্য়াচে গতকাল সিএসকে বোর্ডে প্রথমে ব্যাট করতে নেমে ২১০ রান তুলে নিয়েছিল। কিন্তু সেই রান তাড়া করতে নেমে ম্য়াচ জিতে যায় লখনউ সুপারজায়ান্টস। তিন বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় লখনউ। ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলে লখনউকে জিতিয়ে দেন মার্কাস স্টোইনিস।