IPL 2025: গুরুবন্দনা! ম্যাচ শেষে রোহিতকে দেখেই হাতজোড় করে দাঁড়িয়ে পড়লেন RR তারকা, তারপর কী হল?
Rajasthan Royals vs Mumbai Indians: রাজস্থান রয়্যালসকে শতরানের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

জয়পুর: বৃহস্পতিবার, ১ মে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals vs Mumbai Indians) ঘরের মাঠে ১০০ রানের বিরাট ব্যবধানে জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এই বিরাট জয়ের নেপথ্যে পল্টনদের টিমগেম। তবে জয়ের ভিতটা গড়েন মুম্বই ওপেনাররাই। মুম্বই ওপেনাররা শতাধিক রানের পার্টনারশিপ গড়েন। রোহিত শর্মা (Rohit Sharma) অর্ধশতরান হাঁকান। টানা ছয় ম্যাচ জিতে আপাতত লিগ তালিকায় শীর্ষে মুম্বই ইন্ডিয়ান্স। প্লে-অফের পথে অগ্রসর পল্টনদের জন্য রোহিতের ফর্মে থাকাটা যে খুবই ইতিবাচক, তা বলাই বাহুল্য।
ঘটনাক্রমে এই ম্য়াচেই আবার রোহিতের সঙ্গে দেখা হল তাঁর প্রাক্তন মুম্বই ইন্ডিয়ান্স সতীর্থ আকাশ মাধওয়ালের (Akash Madhwal)। আকাশ এ মরশুমেই ১.২ কোটি টাকায় রাজস্থান রয়্যালস দলে যোগ দিয়েছেন। নতুন দলে যোগ দেওয়ার পর এই প্রথমবার প্রাক্তন দলের বিরুদ্ধে নেমেছিলেন মাধওয়াল। তাই তাঁর জন্য এই ম্যাচটা বিশেষ অনুভূতির ছিল। তিনি যে নিজের প্রাক্তন সতীর্থ ও দলকে কতটা সম্মান করেন, তা ম্যাচের পরেই প্রমাণ করে দেন মাধওয়াল। ম্যাচ শেষে ক্যামেরা এক মুহূর্তের জন্য তাঁর দিকে তাক করলে, মাধওয়ালকে রোহিতের সামনে হাতজোড় করে দাঁড়িয়ে দেখা যায়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নজর কেড়ে নেয়।
No one can earn this with money 🥺🤍
— 𝑲𝒓𝒊𝒔𝒉𝒏𝒂 (@SavageFlyy) May 1, 2025
Rohit Sharma | Akash Madhwal pic.twitter.com/4gRHYrJlDv pic.twitter.com/r28CI8UiUJ
প্রতি ম্যাচের মতো এই ম্যাচেও রোহিতের স্ত্রী রীতিকা সাজদে মাঠে উপস্থিত ছিলেন। শুধু রোহিত নন, রোহিতের পর তাঁর স্ত্রী রীতিকাকে স্ট্যান্ডে বসে থাকতে দেখেও মাধওয়ালকে একই ভঙ্গিমায় দেখা যায়। রীতিকাও হাত নেড়ে সাড়া দেন। সাধারণত আমরা যাঁকে অত্যন্ত সম্মান করি, তাঁর সামনেই হাতজোড় করি। আরাধ্য়দের সামনেও হাতজোড় করে দেখা যায় অনেককে। আইপিএলে রোহিতের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স দলেই মাধওয়ালের বেড়ে ওঠা। তাই প্রাক্তন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা থেকেই সম্ভবত এই কাণ্ডটি করেন মাধওয়াল।
প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হার। ভক্ত সমর্থকেরাও হাল ছেড়ে দিয়েছিলেন। ধরেই নেওয়া হয়েছিল, এবারও আইপিএলের পয়েন্ট টেবিলের তলানিতে থাকবে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু কে আর জানতেন যে, কোনও এক অদৃশ্য জাদুকাঠিতে বদলে যাবে মুম্বই ইন্ডিয়ান্সের খোলনলচে। যে দল প্লে অফের দৌড় থেকে ছিটকে যেতে বসেছিল, টানা ৬টি ম্য়াচ জিতে সেই মুম্বই ইন্ডিয়ান্সই পয়েন্ট টেবিলের শীর্ষে। পয়েন্ট টেবিলের ছবিটাই বদলে দিলেন হার্দিক পাণ্ড্য, রোহিত শর্মারা। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে মুম্বই। বাকি তিন ম্যাচের মধ্যে একটিতে জিতলেই প্লে অফ কার্যত নিশ্চিত হয়ে যাবে পাঁচবারের চ্যাম্পিয়নদের।




















