KKR vs RCB: বিরাটকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন কেকেআরের রহস্য স্পিনার, জমজমাট লড়াইয়ের অপেক্ষা ইডেনে
IPL 2025: ১৮তম আইপিএলের বোধনেই শনিবার দুই তারকা সম্মুখসমরে। রণভূমি এবার ইডেন গার্ডেন্স। ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে বরুণ বনাম কোহলি দ্বৈরথ।

সন্দীপ সরকার, কলকাতা: মাত্র ১২ দিন আগে তাঁরা ছিলেন সতীর্থ। কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিলেন মরুশহর দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) ফাইনালে। একজন ছিলেন ব্যাটিংয়ে দলের সেরা অস্ত্র। অন্যজন ছিলেন বোলিংয়ের ভরসা। রোহিত শর্মার হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি ওঠার দুই নায়ক।
১২ দিন পর সেই দুই ক্রিকেটারই একে অন্যের চরম প্রতিপক্ষ। বিরাট কোহলি ও বরুণ চক্রবর্তী। আইপিএলে একজন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্তম্ভ। অন্যজন কলকাতা নাইট রাইডার্সের (KKR) বোলিংয়ের সেরা মুখ হয়ে উঠেছেন গত মরশুম থেকে। ১০ বছরের খরা কাটিয়ে গত মরশুমে ফের আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। ২০ উইকেট নিয়ে নাইট বোলিংয়ের সারথী ছিলেন বরুণ।
১৮তম আইপিএলের বোধনেই শনিবার দুই তারকা সম্মুখসমরে। রণভূমি এবার ইডেন গার্ডেন্স। ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে বরুণ বনাম কোহলি দ্বৈরথ।
ও হ্যাঁ, ক্রিকেট মাঠে দুজনের দুটি ডাকনামও রয়েছে। বিরাটকে ক্রিকেট বিশ্ব কুর্নিশ করে 'কিংগ কোহলি' বলে। আর বরুণকে বিশ্ব ক্রিকেটের নতুন 'মিস্ট্রি স্পিনার' নামকরণ করা হয়েছে।
ইডেনে যুদ্ধের আগে রণডঙ্কা বাজিয়ে দিলেন বরুণই। বিরাট-দ্বৈরথের আগে যিনি শুক্রবার সাংবাদিক বৈঠকে বলে দিলেন, 'বিরাটের বিরুদ্ধে বল করতে পারব ভেবেই ভাল লাগছে। আমার বিরুদ্ধে ও খুব ভাল ব্যাটিং করেছে। আমিও ওর বিরুদ্ধে ভাল কিছু করতে চাই। মুখিয়ে রয়েছি।'
ম্যাচের আগের দিন নেটেও স্বমহিমায় দেখা গেল বরুণকে। ব্যাটারদের বারবার বিভ্রান্ত করে ছাড়ছিলেন। তাঁর কোন বলটা পড়ে ভেতরে আসবে, আর কোনটা বাইরে যাবে, ভেবে কুলকিনারা পাচ্ছিলেন না কেকেআর ব্যাটাররা। যে কারণে তাঁকে মিস্ট্রি স্পিনার বলা হয়। মিস্ট্রি স্পিনটা আসলে কী? প্রশ্ন শুনে রহস্য আরও বাড়িয়ে দিলেন বরুণ। সরাসরি উত্তর এড়িয়ে গেলেন। মজা করে বললেন, 'আমি তো বুঝি বল পড়ে হয় ডানদিকে যায়, অথবা বাঁদিকে যায়, অথবা সোজা যায়।'
যদিও তিনি যে বোলিং তূণে নিত্য নতুন অস্ত্র যোগ করে চলেছেন, সেটাও জানিয়ে দিলেন তামিলনাড়ুর ক্রিকেটার। বললেন, 'আমি যখনই ঘরোয়া ক্রিকেট খেলি, আমি বোলিংয়ে বৈচিত্র বাড়ানোর চেষ্টা করি। প্রত্যেক বছর নতুন কিছু না কিছু যোগ করি। আগে সেই বৈচিত্র সেভাবে ফল দেয়নি। এবার দিচ্ছে। আমার হাতে অবশ্যই কিছু লুকনো অস্ত্র রয়েছে। তবে নির্ভর করবে সেটা আমার হাত থেকে কীভাবে বেরচ্ছে। কতটা ঠিক মতো করতে পারছি। আরও অনেকগুলো বিষয়ের ওপর সেই বলের সাফল্য-ব্যর্থতা নির্ভর করে থাকে।'
কোহলি শুনতে পেলেন কী?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
