IPL 2025: ধারাবাহিকতার অভাব সত্ত্বেও দলের ব্যাটিংয়ে আস্থা, PBKS ম্য়াচের আগে নির্ভীক ক্রিকেটের বার্তা মঈনের
KKR vs PBKS: শনিবার, ইডেন গার্ডেন্সে কেকেআর ও পঞ্জাব কিংস একে অপরের মুখোমুখি হচ্ছে।

কলকাতা: চলতি আইপিএলে (IPL 2025) কলকাতা নাইট রাইডার্স ও ধারাবাহিকতা, দূর দূর পর্যন্ত এই দুইয়ের সম্পর্ক নেই। তবে প্রথমবার নাগাড়ে দুই ম্যাচ হেরেছে নাইট শিবির। আট ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগ তালিকায় সাতে কেকেআর। ঘরের মাঠকে দুর্গ করে তুলতে ব্যর্থ নাইট শিবির। আরসিবি, লখনউ, গুজরাত, ইডেনেই নাইটদের হারিয়েছে। বর্তমান পরিস্থিতি এমনই যে নাইটদের প্লে-অফে পৌঁছতে হলে ভুল করার আর তেমন জো নেই। আজ ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে (KKR vs PBKS) মাঠে নামবে কেকেআর, তাই নিঃসন্দেহই আজ থেকেই ঘুরে দাঁড়ানোর লড়াইটা শুরু করতে মরিয়া হবেন রাসেল, রাহানেরা।
পঞ্জাব কিংসের ম্যাচের আগে নাইট দলের তারকা মঈন আলির (Moeen Ali) বার্তা, যতটা সম্ভব ম্য়াচটাকে উপভোগ করতে হবে। তিনি প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমাদের মাঠে নেমে নিজেদের মেলে ধরতে হবে এবং খেলাটাকে আরেকটু বেশি করে উপভোগ করে খেলবে হবে। অনেক সময়ই বাইরে থেকে দেখলেও স্পষ্ট বোঝা যায় যে খেলোয়াড়দের ওপর প্রচুর চাপ থাকে। তবে আসল বিষয়টা হল ওই চাপটা অনুভব না করে নিজের খেলাটা উপভোগ করা এবং নিজেদের সেরাটা মেলে ধরা।'
পঞ্জাব কিংসের বিরুদ্ধে পরিসংখ্যান অনুযায়ী কেকেআর ভাল পারফর্ম করে। ৩৪ বার দুই দলের মোকাবিলায় ২১ বার জয়ের হাসি হেসেছে নাইট শিবির। এ মরশুমের প্রথম ম্যাচেও দুরন্ত বোলিংয়ে পঞ্জাবকে হারানোর পথ তৈরি করে দিয়েছিলেন নাইট বোলাররা। তবে কেকেআর ব্যাটিংয়ের চূড়ান্ত ব্যর্থতায় মা ১১২ রান তাড়া করতে নেমে ৯৫ রানেই গুটিয়ে যায় কেকেআর। তাসের ঘরের মতো ভাঙে দলের মিডল অর্ডার। সেই আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচ হোক বা লখউয়ের বিরুদ্ধে রান তাড়া করা, গোটা মরশুম জুড়েই ছবিটা অনেকটা একইরকম।
তা সত্ত্বেও মঈনের দাবি কেকেআরের ব্যাটিং দলের শক্তিশালী অঙ্গ। মঈন আলি বলেন, 'আমাদের আসল শক্তি হল দলে এমন ব্যাটারদের উপস্থিতি যারা শুরু থেকেই নেমে শট খেলতে পারে। সুনীল নারাইনের মতো অতিআগ্রাসী ব্যাটার রয়েছে, আবার অজিঙ্ক রাহানেও রয়েছে যে ক্রিকেটের টেক্সট বুক মেনে সুন্দর শট খেলে এবং দুরন্ত ছন্দেও রয়েছে।'
প্লে অফে পৌঁছতে কেকেআরকে নিজেদের বাকি ছয় ম্যাচে পাঁচটিতে জিততেই হবে। মঈন কিন্তু দলের প্লে-অফে পৌছনের বিষয়ে আশাবাদী। 'অতীত পরিসংখ্যান যদি দেখা যায় বা এই মুম্বই ইন্ডিয়ান্সের কথাই ধরুন না, ওরা শুরুটা খানিকটা খারাপ করেছিল। তবে তারপর তো টানা চার, পাঁচ ম্যাচ জিতেছে।' বলেন নাইট তারকা।




















