IPL 2025: ফের সিএসকের হয়ে অধিনায়কত্ব করবেন মহেন্দ্র সিংহ ধোনি?
MS Dhoni: রুতুরাজের বদলে সিএসকের ম্যাচে এক 'তরুণ' উইকেটকিপারকে দায়িত্ব নিতে দেখা যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন দলের ব্যাটিং কোচ মাইকেল হাসি।

চেন্নাই: নিজেদের গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পরাজিত হয় চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে দুর্ভাগ্যবশত হাতে চোট পান সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। কাল, ফের একবার মাঠে নামছে সিএসকে। কিন্তু হলুদ ব্রিগেডের হয়ে রুতুরাজের মাঠে নামা নিশ্চিত নয়। রুতু মাঠে নামতে না পারলে সিএসকেকে নেতৃত্ব দেবেন কে?
শনিবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে সিএসকে (CSK vs DC)। সেই ম্যাচের আগেই সিএসকের ব্যাটিং কোচ মাইকেল হাসি (Michael Hussey) রুতুরাজের আপডেট দিয়ে বলেন, 'রুতুরাজ কাল খেলবে কি না, তা নির্ভর করবে ও কতটা সুস্থ হতে পারছে তার ওপর। ওর হাত এখনও ফুলে রয়েছে। তাই নেটে ও কেমন ব্যাট করতে পারছে না পারছে, সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব।' অর্থাৎ দিল্লির বিরুদ্ধে রুতুরাজের খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এর জেরেই ফের একবার মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) সিএসকেকে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
হাসি কিন্তু নিজেই মাহি সমর্থকদের আশা আরও বাড়িয়ে তুলেছেন তিনি যোগ করেন, 'যদি ও (রুতুরাজ) না খেলতে পারে, তাহলে কে অধিনায়ক হবে, সেটা ঠিক নয় এখনও। তবে ওর বদলে একজন তরুণ উইকেটকিপারের সেই দায়িত্ব পালন করার দৃঢ় সম্ভাবনা রয়েছে।' অনেকেই মনে করছেন হাসির এই তথাকথিত তরুণ উইকেটকিপার আর কেউ নন, বরং মহেন্দ্র সিংহ ধোনি।
কিংবদন্তি ধোনি আইপিএলের সফলতম অধিনায়ক। হলুদ ব্রিগেডকে অধিনায়ক হিসাবে পাঁচ খেতাব জিতিয়েছেন তিনি। জিতেছেন দুই চ্যাম্পিয়ন্স লিগ। মোট ২২৬টি ম্যাচে সিএসকে দলকে নেতৃত্ব দিয়েছেন বিশ্বজয়ী প্রাক্তন ভারতীয় অধিনায়ক। এবার দেখার বিষয় যে শনিবার অক্ষর পটেলের পাশাপাশি চিপকে সিএসকের জার্সিতে কাকে টস করতে নামতে দেখা যায়।
কবে ফিরবেন বুমরা?
সেই বর্ডার-গাওস্কর ট্রফির পর থেকেই মাঠের বাইরে রয়েছেন যশপ্রীত বুমরা। আইপিএল শুরু হয়ে তিন ম্যাচ খেলে ফেললেও, এখনও মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে তাঁকে দেখা যায়নি। জানা গিয়েছে যে, বুমরার চোট এখনও পুরো সারেনি। তাঁর পিঠের নীচের অংশে স্ট্রেস-ফ্র্যাকচার সম্পর্কিত অস্বস্তির পরে জানুয়ারি মাস থেকে রিহ্যাবিলিটেশনে রয়েছেন আমদাবাদের ফাস্টবোলার। তবে ফিট হয়ে ওঠার পথে তিনি। বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে সম্প্রতি বোলিং শুরু করেছেন বুমরা। ফিটনেস পরীক্ষার চূড়ান্ত পর্বেও তিনি উত্তীর্ণ হয়ে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের কাছ থেকে সমস্ত ছাড়পত্র পাওয়ার পরেই বুমরা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলতে পারবেন।
তবে তার ফিরতে ফিরতে মুম্বই অন্তত আরও তিনটি ম্যাচ খেলে ফেলবে বলে খবর। তাঁর ফেরত আসার জন্য মুম্বই সমর্থকরা যে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে, তা কিন্তু বলাই বাহুল্য।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
