IPL 2025: হতাশাজনক মরশুমেও প্রাপ্তি থালা-সাক্ষাৎ, ধোনিকে কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ বার্তা উর্ভিল পটেলের
Urvil Patel: মহেন্দ্র সিংহ ধোনি উর্ভিলের জার্সিতে সই করে দিয়েছেন, যা ফ্রেম করার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন উর্ভিল পটেল।

নয়াদিল্লি: আইপিএল (IPL 2025) মরশুমটা আশানুরূপ কাটেনি। তবে এ মরশুমেই তিনি মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) নেতৃত্বে খেলার সুযোগ পেয়েছেন। সেই অভিজ্ঞতার জন্য সোশ্যাল মিডিয়ায় লম্বা একটি পোস্টের মাধ্যমে কৃতজ্ঞতা জানালেন উর্ভিল পটেল (Urvil Patel)। পেলেন বিশেষ উপহারও।
এ মরশুমে প্রথমবার টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় সবার নীচে শেষ করেছে সিএসকে। বহু আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল হলুদ ব্রিগেড। তবে উর্ভিলের ব্যক্তিগতভাবে টুর্নামেন্টটা বেশ ভালই কেটেছে। তিনি পরিবর্ত হিসাবে সিএসকে দলে যোগ দিয়েছিলেন। স্বল্প সুযোগ পেলেও আগ্রাসী ব্যটিংয়ে বেশ নজর কাড়েন ২৬ বছর বয়সি কিপার-ব্যাটার। বাড়তি হিসাবে কিংবদন্তি ধোনির নেতৃত্বে খেলার সুযোগও মিলেছে। এই অভিজ্ঞতার জন্যই কৃতজ্ঞতা জানিয়ে এক বিশেষ পোস্ট করেন উর্ভিল।
তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'এম ধোনির অধিনায়কত্বে খেলার সুযোগ পাওয়ায় আমি ধন্য। থালার সঙ্গে মাঠ হোক বা মাঠের বাইরে, প্রতিটি মুহূর্তেও শান্ত থাকা, নেতৃত্ব ও মনুষ্যত্বের একটা মাস্টারক্লাস। আমি ইতিমধ্যেই অনেক কিছু শিখেছি এবং ওঁর সঙ্গে থেকে আরও অনেক কিছু শিখতে চাই।' এই পোস্টের সঙ্গেই একাধিক ছবিও আপলোড করেন উর্ভিল।
View this post on Instagram
গুজরাতের ব্যাটার ধোনির সঙ্গে মাঠে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি তো আপলোড করেনই, পাশাপাশি মাঠের বাইরে তাঁর পরিবারের সঙ্গে মাহির ফ্রেমবন্দি হওয়া ছবিও আপলোড করেন। পাশাপাশি তিনি জানান ধোনি তাঁকে শুভকামনা জানিয়ে একটি জার্সি সই করে দিয়েছেন। এই উপহার পেয়ে উচ্ছ্বসিত গুজরাত ক্রিকেটার সেই জার্সিটিকে ফ্রেম করে দেওয়ালে টাঙানোরও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
আমিরের অভিষেক
রবিবাসরীয় সন্ধেতে বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামে মহারণ। আইপিএলের খেতাবি লড়াইয়ে মাঠের লক্ষ্যে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে দুই শক্তিধর দল পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স (Punjab Kings vs Mumbai Indians)। সেই ম্যাচেই হাজির থাকবেন রুপোলি পর্দার তারকারা। না পঞ্জাব কিংসের অন্যতম কর্ণধার প্রীতি জিন্টার কথা এখানে বলা হচ্ছে না। তিনি পঞ্জাবের প্রতি ম্যাচের মতো এই ম্যাচেও উপস্থিত থাকবেন, এটাই স্বাভাবিক। তাহলে কার কথা বলা হচ্ছে?
তিনি আর কেউ নন, বলিউডের মহাতারকা আমির খান (Aamir Khan)। তাঁকেই ধারাভাষ্য দিতে দেখা যাবে আজকের ম্যাচে। আমিরের ক্রিকেটের প্রতি ভালবাসা সকলেরই জানা। ২০১১ সালের বিশ্বকাপের ফাইনালেও আমির ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন। তাই তাঁর মাঠে থাকাটা অস্বাভাবিক নয়। কিন্তু এবার তিনি ধারাভাষ্যকারদের বক্সে উপস্থিত থাকবেন। এই ম্যাচের মাধ্যমেই ধারাভাষ্যকার হিসাবে আমিরের অভিষেক ঘটতে চলেছে।




















