KKR vs CSK: বৈভবের এক ওভারেই কি হারতে হল কেকেআরকে? সিএসকে ম্যাচ শেষে অধিনায়ক রাহানে বললেন...
IPL 2025: সিএসকের বিরুদ্ধে পরাজয়ের ফলে কেকেআরের প্লে-অফের পৌঁছনোর অঙ্ক বেশ জটিল হয়ে গেল। এবার অন্য দলের ফলাফলের দিকে নাইটদের তাকিয়ে থাকতে হবে।

নয়াদিল্লি: বোর্ডে ছিল ১৭৯ রান, পাওয়ার প্লেতেই প্রতিপক্ষের আধা দল সাজঘরে ফিরে গিয়েছিল। এমন পরিস্থিতিতে বুধবার, ইডেনে কলকাতা নাইট রাইডার্সরা জয়ের হ্যাটট্রিকের স্বপ্ন দেখছিলেন। কিন্তু হঠাৎই ইডেনে ঝড় তোলেন ডেওয়াল্ড ব্রেভিস। বৈভব আরোরা (Vaibhav Arora) এক ওভারেই হাঁকিয়ে ফেলেন তিনটি চার ও তিনটি ছয়। 'বেবি এবি'-র ব্যাটিং এবং শট মেকিং দেখে হয়তো এবি ডিভিলিয়ার্সও এদিন গর্ববোধ করতেন। শেষমেশ তাঁর ইনিংসে ভর করেই ছয় বছর পর ১৮০ বা তার বেশি রান তাড়া করে ম্যাচ জিতে নেয় চেন্নাই সুপার কিংস (KKR vs CSK)।
বৈভবের ১১তম ওভারে ৩০ রান খরচ করাই কেকেআরের পরাজয়ের কারণ হয়ে উঠে? ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়? কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) কিন্তু এমনটা মনে করছেন না। তাঁর মতে, 'এই ফর্ম্যাটে এমন ঘটনা ঘটেই থাকে। একটা ওভার তো এদিক, ওদিকে হয়ই। তবে আমার মতে ওরা ভাল ব্যাটিং করেছে এবং সময়মতো সুযোগকে কাজে লাগিয়েছে। ব্রেভিস ও (শিবম) দুবে সুযোগের সদ্ব্যবহার করেছে এবং সেটায় লাভবানও হয়েছে। অভিযোগের কোনও জায়গা নেই, আমার মতে আমাদের বোলাররা দারুণ বোলিং করেছে।'
বরং দলের ব্যাটিংয়েই খানিকটা খামতি রয়ে গিয়েছ বলে মনে করছেন রাহানে। 'এই ম্যাচে হারাটা বেশ দুঃখজনক। আমার মনে হয় আমরা ১০-১৫ রান মতো কম করেছিলাম। এই পিচে ১৮৫ থেকে ১৯৫ রান ঠিকঠাক হত বলে আমরা মনে করেছিলাম। তবে দারুণ একটা ম্যাচ হল কিন্তু।' ম্যাচ শেষের পর জানান কেকেআর অধিনায়ক।
Elation for the men in yellow 🥳@ChennaiIPL make it 1⃣-1⃣ against #KKR in the season with a 2⃣ wicket win at Eden Gardens💛
— IndianPremierLeague (@IPL) May 7, 2025
Updates ▶ https://t.co/ydH0hsBFgS #TATAIPL | #KKRvCSK pic.twitter.com/6MTmj6NPMH
সিএসকের বিরুদ্ধে এই পরাজয়ের পর কেকেআরের প্লে-অফে পৌঁছনোর আশা যে অত্যন্ত ক্ষীণ, তা বলাই বাহুল্য। অপর দলগুলির মুখাপেক্ষী হয়ে থাকতে হবে কেকেআরকে। তবে রাহানের জন্য বিষয়টা সোজা, আগে দুই ম্যাচ জেত, তারপর যা হবে দেখা যাবে। গত মরশুমে আরসিবি ১৪ পয়েন্ট নিয়েও প্লে-অফে পৌঁছেছিল। কেকেআর এ মরশুমে এবার সর্বোচ্চ ১৫ পয়েন্টে পৌঁছতে পারে। তা প্রথম চারে থাকার জন্য যথেষ্ট হয় কি না, এবার সেটাই দেখার।




















