IPL 2024: একফ্রেমে গব্বর ও খিলাড়ি, আইপিএলের আগে অক্ষয়ের সিনেমার গানে তাঁরই সঙ্গে পা মেলালেন ধবন
Shikhar Dhawan With Akshay Kumar: নিজের ইনস্টাগ্রামে এই নাচের ভিডিও ক্লিপটি প্রকাশ করেছেন অক্ষয় কুমার। সেখানে টাইগার শ্রফকেও ট্যাগ করেছেন বলিউডের খিলাড়ি।
![IPL 2024: একফ্রেমে গব্বর ও খিলাড়ি, আইপিএলের আগে অক্ষয়ের সিনেমার গানে তাঁরই সঙ্গে পা মেলালেন ধবন IPL 224: 'Gabbar meets Khiladi' - Shikhar Dhawan shakes a leg with Akshay Kumar get to know IPL 2024: একফ্রেমে গব্বর ও খিলাড়ি, আইপিএলের আগে অক্ষয়ের সিনেমার গানে তাঁরই সঙ্গে পা মেলালেন ধবন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/01/356b8e70f57f9b03703b061bdf130c0f1709276730116206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ব্যক্তিগত জীবন টালমাটাল। ভারতীয় দলেও আর সুযোগ পান না। আইপিএলের ২২ গজে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। জাতীয় দলের গ্রহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও এখনও ক্রিকেট নিয়েই বেঁচে থাকতে চান শিখর ধবন (Shikhar Dhawan)। এরই মধ্যে অক্ষয় কুমারের (Akshay Kumar) সঙ্গে এবার একসঙ্গে পা মেলাতে দেখা গেল শিখর ধবনকে। খিলাড়ি ও গব্বরকে পাওয়া গেল একফ্রেমে। মুক্তির অপেক্ষায় দুই তারকা অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar) ও টাইগার শ্রফের (Tiger Shroff) 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ('Bade Miyan Chote Miyan')। সেই ছবিরই একটি গান মস্ত মালাং ঝুম গানের তালে পা মেলাতে দেখা গেল অক্ষয় ও শিখরকে। ভারতীয় ক্রিকেটের গব্বর কিন্তু বেশ সাবলীলভাবেই নাচলেন।
View this post on Instagram
নিজের ইনস্টাগ্রামে এই নাচের ভিডিও ক্লিপটি প্রকাশ করেছেন অক্ষয় কুমার। সেখানে টাইগার শ্রফকেও ট্যাগ করেছেন বলিউডের খিলাড়ি। উল্লেখ্য, বর্তমানে শিখর ভারতীয় দলের আশেপাশেও নেই। তবে তিনি বরাবরই যা তাঁর হাতের বাইরে, সেই বিষয়ে চিন্তাভাবনা না করে, তিনি যা করতে পারবেন, সেইদিকেই শুধু নজর দিতে চান। তাই অন্য কিছুর কথা না ভেবে শিখর ধবন যে আসন্ন আইপিএলে নিজের সবটা উজাড় করে দেওয়ার লক্ষ্যেই মাঠে নামবেন, তা আন্দাজ করাই যায়। সেই লক্ষ্যেই তিনি অনুশীলনে নেমে পড়েছেন। কিছুদিন আগেই নিজের সােশ্যাল মিডিয়ায় নিজের অনুশীলনের। নেটে ব্যাটিংয়ের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছিলেন শিখর। ক্যাপশনে ভারতীয় দলের প্রাক্তন ওপেনার লেখেন, ''ক্রিকেটের পিচে ফিরলাম। এখানে প্রতিটি শট ব্যাটে বলে হওয়ার অনুভূতিটা অনেকটা পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার মতো।''
আগামী মরশুমের আইপিএলেও পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে দেখা যাবে শিখর ধবনকে। আগামী ২৩ মার্চ মোহালির আই এস বিন্দ্রা স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবে পাঞ্জাব কিংস। উল্লেখ্য, জাতীয় দলের জার্সিতে শেষবার ২০২২ সালে খেলতে দেখা গিয়েছিল শিখর ধবনকে। ওয়ান ডে ম্য়াচে নেমেছিলেন তিনি। ২০২১ সালে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে শেষবার নেমেছিলেন গব্বর। আর টেস্টে ২০১৮ সালে শেষবার নেমেছিলেন দিল্লির এই অভিজ্ঞ ক্রিকেটার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)